Tuesday, November 4, 2025

ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন অধীররঞ্জন চৌধুরি

Date:

ফের প্রদেশ কংগ্রেসের সভাপতি হলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি৷ বুধবার এআইসিসির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন৷ গত ৩০ জুলাই প্রয়াত হন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ মৃত্যুর প্রায় পাঁচ সপ্তাহ পর নতুন সভাপতির নাম জানালো দলের হাই কম্যাণ্ড৷ তবে এআইসিসির তরফে স্পষ্টভাবে জানানো হয়নি লোকসভায় কংগ্রেস দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি, দু’টি পদই অধীর চৌধুরি সামলাবেন কি’না৷

২০১৮ সালের ২১ সেপ্টেম্বর আচমকাই প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো অধীররঞ্জন চৌধুরিকে৷ ২০১৪-র জানুয়ারি মাসে তৃণমূল থেকে কংগ্রেসে ফিরে আসা সোমেন মিত্রকে করা হয়েছিলো প্রদেশ সভাপতি৷ সোমেনবাবুর প্রয়াণের পর প্রত্যাশিতইহভাবেই এআইসিসি সেই পদেই ফিরিয়ে আনলেন অধীরবাবুকে৷ অধীর চৌধুরি প্রথম দফার জমানায় কংগ্রেস কট্টর তৃণমূল বিরোধী অবস্থানে ছিলেন৷ যত বার তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্ন উঠেছে, অধীরবাবু তত বারই স্পষ্ট করে তা খারিজ করেছিলেন। দিল্লির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, বাংলার কংগ্রেস অটল থাকবে তৃণমূলের বিরোধিতায়, অতীতে বার বার এ কথা বলেছেন অধীর। অধীর চৌধুরি সভাপতি হওয়ায় একদিকে যেমন বাম-কংগ্রেস জোট শক্তিশালী হবে, তেমনই আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট বি আসন সমঝোতা পর্বে ঠান্ডা জল ঢেলে দেওয় হলো বলেই রাজনৈতিক মহলের অভিমত৷

আরও পড়ুন- চিটফান্ড কাণ্ডের “নায়ক” বাবুলের “Z প্লাস” নিরাপত্তা! বিজেপি সাংসদকে কটাক্ষ নুসরতের

প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে এবার শেষপর্যন্ত তিনটি নাম ছিলো৷ অধীর চৌধুরি, প্রদীপ ভট্টাচার্য এবং আবদুল মান্নান ৷ গান্ধী পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠা অধীরবাবুর সভাপতি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো৷

পাল্লা ভারি ছিলো অধীরবাবুর দিকেই৷ এআইসিসির অন্দরে অঘোষিতভাবে দু’টি শিবির তৈরি হওয়ার কারনেই ধরে নেওয়া হয়েছিলো, নিজের ঘনিষ্ঠকেই প্রদেশ সভাপতি করবেন দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী৷ কংগ্রেস হাইকম্যান্ডের চিঠিতে জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হলেন অধীর চৌধুরি ৷ একইসঙ্গে মুক্তকন্ঠে এআইসিসি জানিয়েছে, প্রয়াত সভাপতি সোমেন মিত্রের কংগ্রেসের প্রতি অবদান, দল কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে৷

আরও পড়ুন- শিল্প প্রসারে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, ২ থেকে ১০ কোটি টাকা ইনসেনটিভ

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version