Thursday, August 28, 2025

৪০০ বছরের পুরনো ছাগলের দেহের সন্ধান মিলল ইটালির আল্পসে। বরফ ঘেরা পর্বতের এক অংশে আটকে ছিল হিমায়িত দেহাবশেষ। যা খুঁজে পান এক অভিযাত্রী। বহু পুরনো প্রাণীটির হিমায়িত মমি গবেষণার জগতে নতুন দিশা দেখাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

অভিযাত্রী হারম্যান ওবারলেচনার আল্পস পর্বতে একটি বরফের খাঁজে ছাগলের দেহাবশেষটি দেখতে পায়। এর নাম চমোইস।হারম্যান পর্বতে ছ’ঘণ্টা ধরে ওপরে উঠেছিলেন। তিনি পৌঁছন এমন এক জায়গায় যেখানে আগ হয়তো কোনও অভিযাত্রী  আসেইনি। দীর্ঘ কাজের সুবাদে তিনি বুঝতে পেরেছিলেন হিমায়িত জিনিসটি কোনও গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তিনি খবর দেন আর্মিতে। বিশেষ হেলিপকপ্টার ওই প্রত্যন্ত এলাকা থেকে হিমায়িত মমিটি উদ্ধার করে।

আরও খবর : রিয়া-সৌভিকদের জামিন খারিজ

চমোইসিসের হিমায়িত দেহাবশেষ দেখে বিজ্ঞানীরা আশাবাদী দেহ সংরক্ষণে এবার নতুন পথের সন্ধান মিলবে। হারম্যান জানিয়েছেন, দীর্ঘদিন ওভাবে পড়ে থাকায় চমোইসিস অর্থাত্ ওই ছাগলটির ত্বক,চামড়া সম্পূর্ণ চুলহীন হয়ে গিয়েছিল।

১৯৯১ সালে ইতালীয় আল্পসেই অভিযাত্রীরা ৫,৩০০ বছরের পুরনো  মানুষের হিমায়তি দেহ পেয়েছিলেন।হিমায়িত বহু প্রাচীন দেহগুলোকে ‘আইস মমি’ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন।

চ্যাম্পিয়ন স্কিয়ার ওবারলেচনার ইতালীয়-অস্ট্রিয়ান সীমান্তের কাছে দক্ষিণ টাইরোলের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পান চমোইসিসের দেহাবশেষ। প্রথমে তিনি বুঝতেই পারেননি জিনিসটা কী? পরে তাঁর গুরুত্বপূর্ণ মনে হওয়ায় জিনিসটি নামানোর চেষ্টা করেন।১০,৫০০ ফুটি উচ্চতায় প্রাকৃতিক ভাবেই সংরক্ষিত হয়েছিল ৪০০ বছরের পুরনো ছাগলের দেহ। খুব সাবধানতায় সেটা ওপর থেকে নামানো হয়।

জীববিদরা মনে করছেন, মিশরের মমি যেমন এক বিস্ময়, তেমনই প্রাকৃতিক বরফ মমিও এক বিস্ময়। কীভাবে প্রকৃতির কোলে এত পুরনো দেহ সংরক্ষিত হতে পারে তা যদি জানা যায় ভবিষ্যতে হিমায়িত মমি তৈরি করা সম্ভব হবে।

Related articles

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...
Exit mobile version