Monday, December 1, 2025

সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক রাজনাথের

Date:

Share post:

লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে শুক্রবার দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনার তিন প্রধান, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মস্কোয় ভারত- চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সীমান্তের রণকৌশল ঠিক করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, মস্কোয় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই- র সঙ্গে বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক প্রথা ও নিয়ম অগ্রাহ্য করে চিনের লাল ফৌজ অস্ত্রসজ্জিত হয়ে ব্যাপক সংখ্যায় জমায়েত হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে। যা ১৯৯৩ ও ১৯৯৬ সালের চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনা প্ররোচনার সামিল। চিনা সেনাদের এই আচরণে রাশ টানুক বেজিং। সীমান্তে এভাবে প্ররোচনা ছড়ানোর চেষ্টা মানা হবে না। বিদেশমন্ত্রী আরও বলেন, ভারতীয় সেনা আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল যথাযথভাবে মেনে চলছে।

লাদাখ সীমান্তে চলতি উত্তেজনা আর বাড়তে না দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বুঝিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করে চিনা সেনাদের আগ্রাসী ও মরিয়া আচরণ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা চাইলে চিনা সেনাদের সংযত করুক বেজিং। মস্কোয় সাংহাই কোঅপারেশন সামিটের মধ্যে ভারত- চিন দ্বিপাক্ষিক স্তরের পার্শ্ব বৈঠকটি চলে প্রায় দু’ ঘণ্টা। সেখানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইকে স্পষ্টভাবে ভারতের এই মনোভাব বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্কর। বলেছেন, ভারত সর্বতোভাবে শান্তি ও স্থিতাবস্থা মেনে চলার পক্ষে। কিন্তু প্ররোচনা তৈরির চেষ্টা হলে পাল্টা প্রতিক্রিয়া হবেই। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়। ভবিষ্যতে অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেজন্য সংঘর্ষের এলাকাগুলি থেকে সেনা সরানো ও সেনা সংখ্যা কমানো হোক। দুই বিদেশমন্ত্রীর বৈঠকে উত্তেজনা প্রশমন ও শান্তি ফেরানোর বিষয়ে প্রাথমিকভাবে সহমত হয়েছেন চিনা বিদেশমন্ত্রীও। এই বৈঠকে দুই দেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে একটি ফাইভ পয়েন্ট প্ল্যান নিয়েছে। যেখানে দু’দেশের মধ্যে আলোচনা জারি রাখা এবং এলএসিতে সেনা সংখ্যা কমানো, সেনাদের নির্দিষ্ট দূরত্বে পিছিয়ে আসা ও আনুষঙ্গিক অস্ত্রসজ্জা কমানোর কথা বলা হয়েছে।

 

spot_img

Related articles

সেবাশ্রয় ২.০: কথা রাখলেন অভিষেক, ডায়মন্ড হারবারের কর্মভূমিতে চিকিৎসা-সহায়তায়র সূচনা

কথা রাখলেন। ডায়মন্ড হারবারে (Diamond Harbor) সেবাশ্রয় ২-র (Sevashray 2.0) সূচনা করলেন তৃণমূলের (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ঘাড়ে বন্দুক রেখে খেলছে নির্বাচন কমিশন। অথচ সেই বিএলও-দের (BLO) কোনও দায়িত্ব নিচ্ছে না...

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো...

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...