Sunday, August 24, 2025

নীলাঞ্জনাই আজকের মহিলাদের অনুপ্রেরণা! “সাহসিনী”-কে কুর্নিশ মিমির

Date:

Share post:

তিলোত্তমার রাতের কান্না আমাদের কানে আসে না। চোখের সামনে বিপদ দেখলে এড়িয়ে যাই আমরা। অসহায়-আর্ত মানুষের পাশে এগিয়ে যেতে কিন্তু কিন্তু করি। কিন্তু এই শহর এখনও অতটা অমানবিক হয়নি। তাই আমাদের প্রিয় তিলোত্তমা কলকাতা এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সম্প্রতি, আনন্দপুরকাণ্ডে নির্যাতিতা তরুণীকে বাঁচাতে এগিয়ে আসেন আরও এক মহিলা। ভয় না পেয়ে অসহায় নিপীড়িত সেই তরুণীকে রক্ষা করতে গিয়েই গুরুতর জখম হন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। গত সোমবার তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তিনি স্থিতিশীল।

নীলঞ্জনাদেবীর সাহসকে কুর্নিশ জানিয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্য সরকার তাঁর সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলেও জানিয়েছে প্রশাসন।

“সাহসিনী” নীলাঞ্জনা চট্টোপাধ্যায়কে এবার কুর্নিশ করলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। এদিন সোশ্যাল মিডিয়া মিমি লেখেন, ”আপনার মতোন আরও অনেক মানুষের প্রয়োজন নীলাঞ্জনাদেবী”। আপনি অনুপ্রেরণা আমার এবং আমাদের মতো অনেক মেয়ের কাছে আজ। কুর্ণিশ জানাই আপনাকে… আপনার দ্রুত আরোগ্য কামনা করি”।

বছর তিনেক আগে মিমি চক্রবর্তীও রাতের কলকাতায় কিছুটা এমনই এক ঘটনার সাক্ষী ছিলেন।” সেলিব্রিটি” কিন্তু অসহায়-আর্তকে রাস্তায় ছেড়ে চলে যাননি। লেকটাউন এলাকায় মত্ত গাড়ি চালক এক বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শো করে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন মিমিও। সেসময় অভিনেত্রী গাড়ি নিয়ে ওই চালকের পিছু নেন এবং তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

এবার নীলাঞ্জনা চট্টোপাধ্যায়ও এমনই মানবিক কাজ করলেন। নয়াবাদের ফ্ল্যাটের সামনে থেকে হন্ডাসিটি করে আনন্দপুরের এক তরুণীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন যাদবপুরের তার প্রেমিক অভিষেক পাণ্ডে। কিন্তু পরে চলন্ত গাড়ির মধ্যেই প্রেমিক-প্রেমিকার বচসা হয়। অভিযোগ বাধা দিতে গেলে চলন্ত গাড়িতেই মারধর করা হয় তরুণীকে। তাঁর চিৎকারে ছুটে আসেন নিলাঞ্জনাদেবী। নিজের জীবনের ঝুঁকি নিয়েই রক্ষা করেন তরুণীকে। আর সেটা করতে গিয়েই গুরুতর জখম হতে হয় তাঁকে।

আরও পড়ুন- আদিবাসী দম্পতির মুণ্ডুহীন দেহ! হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্য পুরুলিয়ায়

spot_img

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...