১৪ সেপ্টেম্বর থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও

প্রতীকী ছবি

করোনা আবহের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিবহন ব্যবস্থা। ১৬ মিনিটে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান, মাত্র ২০ টাকায়। রেলমন্ত্রক জানিয়ে দিল, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হবে। তবে কলকাতা মেট্রো রেলের মতোই ইস্ট-ওয়েস্টে লাগবে না ই-পাস। শুধু স্মার্ট কার্ডেই মেট্রোয় যাতায়াত করা যাবে। ইতিমধ্যে স্টেশনগুলির স্যানিটাইজেশন শুরু হয়েছে। হচ্ছে সাফাই। বসছে স্যানিটাইজড গেট। থাকছে আলাদা করে স্যানিটাইজেশনের মেশিন। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ স্টেশনে। মেট্রো কামরাতেও একটি সিট ছেড়ে বসতে হবে। থাকবে আরপিএফ। সব মিলিয়ে মেট্রো চালু হলেও তাতে যাত্রী সুরক্ষার কোনও সমঝোতা করা হবে না। অন্যদিকে যাত্রীদেরও বাসে ভিড় করে যেতে হবে না।

আরও পড়ুন- উত্তরবঙ্গের দুঃস্থ মেধাবী ছাত্রের পড়াশোনার যুদ্ধে পাশে কুণাল