টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভাঙচুর, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, পিছনের পাঁচিল ভেঙে ক্যাম্পাসে ঢুকেছিল দুষ্কৃতীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো, ক্যাম্পাসের একটি ভবনের অডিটোরিয়াম লন্ডভন্ড করে দিয়েছে তারা। লন্ডভন্ড করেছে একটি শ্রেণিকক্ষও। দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে সার্ভার রুমে। যে ঘরে পরীক্ষার খাতা থাকে সেই ঘরে ঢুকেছিল তারা।

বালিগঞ্জের টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটিতে ভাঙচুরের ঘটনা ঘটল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। ইতিমধ্যেই বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, পিছনের পাঁচিল ভেঙে ক্যাম্পাসে ঢুকেছিল দুষ্কৃতীরা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো, ক্যাম্পাসের একটি ভবনের অডিটোরিয়াম লন্ডভন্ড করে দিয়েছে তারা। লন্ডভন্ড করেছে একটি শ্রেণিকক্ষও। দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে সার্ভার রুমে। যে ঘরে পরীক্ষার খাতা থাকে সেই ঘরে ঢুকেছিল তারা। পরীক্ষার খাতা ছেঁড়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা ঘটনায় বড়সড় কোনও চক্র আছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন-রাজ্যের আবেদনে সাড়া, দূরশিক্ষা নিয়ে নিয়ম বদল করল ইউজিসি