Saturday, August 23, 2025

বীরভূমে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ! শুরু রাজনৈতিক চাপানউতোর

Date:

বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে চণ্ডীপুর ডাঙ্গালপাড়ায়। বাড়ির মালিক তথা বিজেপি কর্মী পলাতক। তৃণমূলের অভিযোগ, বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। যদিও সেই অভিযোগ খরিজ করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই দুর্ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণ হলে সেটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত বলে পাল্টা অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

ঘটনার তদন্তে নেমে বাড়ির মালিকের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে খবর, দুবরাজপুরের চণ্ডীপুর ডাঙালপাড়ার তরুণ ডোম নামে এক বিজেপি কর্মীর বাড়িতে শুক্রবার সন্ধেয় বিস্ফোরণ হয়। ঘটনায় যদিও কেউ জখম হননি। বাড়ির জানালার কাচ ভেঙেছে। ঘটনার পর থেকেই পরিবার সহ পলাতক তরুণ ডোম। বিজেপি কর্মীর দাদা বসন্ত ডোমকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন ওই বিজেপি কর্মী। সেই মজুত বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, “গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে। আর যদি বোমা হয় তাহলেে সেটা তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে বাড়িতে রেখে দিয়েছিল”।

বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কী থেকে বিস্ফোরণ সেটা তদন্ত শুরু করেছে পুলিশ”।

আরও পড়ুন : সাতসকালেই সৌমিত্র গ্রেফতার, উত্তপ্ত আসানসোল

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version