Wednesday, December 24, 2025

জন্মদিনেও বারাকপুরে অনাদরে বিভূতিভূষণ, পরে তৃণমূল নেতার উদ্যোগে মাল্যদান

Date:

Share post:

সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৭তম জন্মদিন। টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বারাকপুরে তাঁর বসতবাড়ির মতোই অবহেলায় পড়ে মূর্তি। এদিনও প্রশাসনিক তরফে সেটাকে পরিষ্কার করে মালা দিয়ে শ্রদ্ধা জানানোর কোনও উদ্যোগ দেখা দেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজে হাতে মূর্তি পরিষ্কার করে মালা দেন বারাকপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। বারাকপুরে লালকুঠি ওভারব্রিজের তলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি রয়েছে। বারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্তের বিধায়ক তহবিলের তরফ থেকে সেটি স্থাপন করা হয়। রক্ষণাবক্ষেণের দায়িত্ব বারাকপুর পুরসভার।

কিন্তু অভিযোগ, মূর্তি স্থাপন করেই দায় সেরেছেন সকলে। ধুলোয় অনাদরে ছিল বিভূতিভূষণের মূর্তি। জন্মদিনে ধুলোমাখা মূর্তির দিকে নজর দেওয়ার সময় হয়নি কারও।বিভূতিভূষণ বারাকপুরে থেকেছিলেন অনেকদিন। তার বাড়ি এখনও আছে বারাকপুরের চিড়িয়ামোড়ে। সেখানে এখনও বাস করেন তাঁর উত্তর প্রজন্মরা। বিভূতিভূষণের পুত্রবধূ বারাকপুরের প্রশাসক কমিটির সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান। এরপরেই তিনি আশ্বাস দেন, যথাযথভাবে এই কিংবদন্তি সাহিত্যিককে শ্রদ্ধা জানানো হবে। তারপর কয়েকজন অনুগামীকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে ঘটনাস্থলে যান শুভ্রকান্তি। নিজের হাতেই মূর্তি পরিষ্কার করে মাল্যদান করেন। এই ঘটনায় খুশি বিভূতিভূষণের উত্তরসূরীরা। কিন্তু প্রশ্ন উঠছে, একজন স্বনামধন্য সাহিত্যিক যিনি বারাকপুরের বাসিন্দা ছিলেন দীর্ঘদিন। তাঁর জন্মদিন পালনে এত উদাসীনতা কেন দেখালো পুরো বোর্ড।

আরও পড়ুন-শোভনকে ল্যাম্পপোস্ট-থাম, অভিনেতা বলে কটাক্ষ করলেন দলের নেতা তথাগত!

spot_img

Related articles

বড়দিনের আগেই ইসরোর সাফল্য, বাহুবলীতে উৎক্ষেপণ ৬ হাজার কেজির কৃত্রিম উপগ্রহের

বড়দিনের আগের সকালে মহাকাশ গবেষণায় নয়া মাইলস্টোন ইসরোর(ISRO)। ভারতীয় রকেটেই মহাকাশে পাড়ি দিল বিশাল ওজনের মার্কিন কৃত্রিম উপগ্রহ। ...

দেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

সদা হাস্যময় মুখ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলিটিকালি কারেক্ট উত্তর। কিন্তু বছর শেষের আগে সব অভিমান উগরে দিলেন অভিনেতা-প্রযোজক...

বড়দিনের কেকের সঙ্গে শীতের কামড়, ঘন কুয়াশায় ঢাকছে দক্ষিণবঙ্গ

বড়দিন আর নববর্ষে ঠান্ডার আমেজ থাকবে, এমনটাই রাজ্যবাসী মনে প্রাণে চায়। এবার তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে খোদ...

বৈভবের বিশ্বরেকর্ড, সাকিবুলের দ্রুততম শতরান, বিহারের একাধিক রেকর্ড

যুব এশিয়া কাপে ব্যাট হাতে খুব একটা ভালো খেলতে পারেননি, তবে বিজয় হাজারেতে (Vijay Hazare Trophy) ব্যাট হাতে...