Saturday, August 23, 2025

প্রতীক্ষার অবসান। দীর্ঘ ৭ বছরের নির্বাসন শেষ হলো শান্তাকুমারন শ্রীসন্থের। খেলতে পারবেন। ফিরতে পারবেন ২২গজে।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসনের মুখে পড়েন শ্রীসন্থ। আজ, রবিবার শেষ হলো সেই মেয়াদ। ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, প্রাক্তন ভারতীয় স্পিড স্টার শ্রীসন্থ বলেন, এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার পরিবারের কাছে এটা একটা বড় দিন। মুক্তি, স্বাধীনতা পেলাম। ক্রিকেট মাঠে ফেরার যে কী উচ্ছ্বাস, তা বোলে বোঝাতে পারব না।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে রাজস্থান রয়্যালসের যে তিনজন ক্রিকেটার অভিযুক্ত হয়ে বিসিসিআইয়ের সৌজন্যে নির্বাসিত হন, তারমধ্যে অন্যতম শ্রীসন্থ। তাঁকে জেলও খাটতে হয়েছিল।

২০১৫ সালে দিল্লি আদালত শ্রীসন্থকে নির্দোষ ঘোষণা করে। ২০১৮ সালে কেরল হাই কোর্ট বিসিসিআইকে আজীবন নির্বাসন তুলে নিতে নির্দেশ দেয়। ২০১৯-এ সুপ্রিম কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলেও শাস্তি কমাতে বলে বিসিসিআইকে। আজীবন থেকে শাস্তি কমে ৭ বছর হয়।

৩৭ বছরের শ্রীসন্থ এই সময়ে বিয়ে করেছেন। সিনেমায় নেমেছেন। জিম করে অসাধারণ শরীর করেছেন। কেরল রঞ্জি দল তাকে চেয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কী ফিরতে পারবেন? ৩৭ বছরের ফাস্ট বোলারের কাছে যা প্রায় অসম্ভব। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন কী ঘটে যায়, কিচ্ছু বলা যায় না। আবার রেকর্ড ভেঙে ফিরতে পারেন কিনা সেটাও দেখার।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version