গোঘাটে খুন : বিজেপির অভিযোগ হুমকির, তৃণমূল বলল পিছনে গেরুয়া বাহিনী

গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের বক্তব্যে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, লোকসভা ভোটের সময় থেকে তাদের পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হতো। তাদের পরিবারের উপর হামলার ঘটনাও ঘটেছে। এটা আত্মহত্যা নয় এটা খুন।বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এখন ভয় পেয়ে খুনের রাজনীতি করছে। তাদের কর্মীদের বিভিন্ন জায়গায় খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। অপর দিকে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, খুনের রাজনীতি তৃণমূল করে না। মৃত ব্যক্তি কিছুদিন আগে সিপিএম থেকে বিজেপি দলে যোগ দিয়েছিল। বিজেপি ওই ব্যক্তিকে খুন করে নোংরা রাজনীতি করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

অপর দিকে দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ শুরু করে বিজেপি কর্মীরা ও এলাকার বাসিন্দারা। বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশ অবরোধ তুলতে লাঠিচার্জ করে বলে। এই সময়ে পুরো এলাকা ঘিরে রেখেছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, উত্তপ্ত ত্রিবেণীতে অবরোধ