Tuesday, August 26, 2025

এবার যাতে রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যায় তারই আর্জি জানানো হল আদালতে। দূষণের হাত থেকে বাঁচাতে গত বছর রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত।
কিন্তু নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গত বছরেও রবীন্দ্র সরোবরে ছটপুজো করা হয়েছিল । রাজ্য সরকারের যুক্তি ছিল, ধর্মীয় অনুষ্ঠানে মানুষ জড়ো হয়েছিলেন । তাদের ওপরে পুলিশের লাঠি চালানো সম্ভব নয়। এ বার তাই রবীন্দ্র সরোবর চত্বরে ছটপুজো যাতে করা যায়, তা নিয়ে পরিবেশ আদালতে বিশেষ আবেদন করেছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। আগামী ১৭ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানি হবে।
পরিবেশ আদালত গত বছরই রবীন্দ্র সরোবরের বদলে অন্য কোথাও ছটপুজোর ব্যবস্থা করার জন্য কেএমডিএকে নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী শহরের একাধিক জায়গায় ব্যবস্থাও করেছিল কেএমডিএ। কিন্তু বাস্তবিক দেখা যায়, সেই সব জায়গায় তেমন ভিড় হয়নি। বরং অন্যান্য বছরের মতো সব চেয়ে বেশি ভিড় হয়েছে সেই রবীন্দ্র সরোবরেই।
যদিও রবীন্দ্র সরোবরে ছটপুজো করার জন্য কেএমডিএ কর্তৃপক্ষের সাম্প্রতিক আর্জি নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশকর্মীরা। পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেছেন , ‘‘রবীন্দ্র সরোবরে যদি ফের ছটপুজো হয়, বরাবরের মতোই দূষণের মাত্রাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে কথা, গ্রেফতারির ভয়ে কঙ্গোনা বিজেপির ‘শেল্টারে’!

Related articles

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...
Exit mobile version