Tuesday, November 4, 2025

মুক্তিপণ না মেলায় জয়নগরে স্কুল ছাত্রকে খুন করল কলেজ পড়ুয়া!

Date:

ভয়াবহ এবং মর্মান্তিক। মুক্তিপণের জন্য পাশের বাড়ির ১২ বছরের স্কুল ছাত্রকে অপহরণ করে খুন করল এক কলেজ পড়ুয়া। প্রায় ৪০ঘন্টা পুলিশের সঙ্গে চোর-পুলিশ খেলার পর জেরায় জেরবার হত্যাকারী ভেঙে পড়ল। আজ তাকে কোর্টে তোলা হবে।

জয়নগরের উত্তরপাড়া বিশালাক্ষীতলা এলাকা। এখানেই ব্যবসায়ী মলয় চক্রবর্তীর পাশের বাড়িতে থাকত আকবর শেখ। আকবরের বিরুদ্ধে বহু অপরাধের অভিযোগ রয়েছে এলাকায়। মলয়বাবুর ছেলে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া তুষারের সঙ্গে ভাল সম্পর্ক আকবরের পুত্র মণিরুলের। বছর ২১-এর মণিরুল স্থানীয় বারাসত কলেজের ছাত্র। ভাল ছেলে বলেই পরিচিত। মণিরুল আর তুষার (ডাকনাম তাতাই) একসঙ্গে ঘোরাঘুরিও করত। ফলে কারওর কোনও সন্দেহ হয়নি। শুক্রবার লকডাউনের দিন বিকেলে খেলতে গিয়ে তাতাই নিখোঁজ হয়ে যায়। মলয়বাবু খোঁজাখুঁজি করেও ছেলেকে না পেয়ে সেদিন রাতেই জয়নগর থানায় অভিযোগ করেন। পুলিশ তল্লাশি শুরু করে।

শুরু হয় নাকা চেকিং। এর মধ্যে শনিবার ব্যবসায়ী মলয়বাবুর কাছে ফোন আসে ছেলের মুক্তিপণ চেয়ে। এরমধ্যে পাড়ায় কিংবা পুলিশের তল্লাশিতে মণিরুলকেও দেখা গিয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে স্বাভাবিক ব্যবহারের ‘ভান’ করতে থাকে। এবার মলয়বাবুর কাছে আসা মুক্তিপণের ফোন নম্বর ট্যাপ করতে শুরু করে পুলিশ। লোকেশন খুঁজে পায়। নজর রাখা হয় মণিরুলের উপর। সন্দেহ বাড়ে মণিরুলের বাবা-মা আর বোন বাড়ি ছেড়ে পালানোয়। শনিবার রাতে মণিরুলকে থানায় ডেকে জেরা করা হতেই সে ভেঙে পড়ে। জানায় খুনের কথা। আজই তাকে আদালতে তুলে হেফাজতে নেওয়া হবে।

কান্নায় ভেঙে পড়েছেন পরিজনরা

পাঁচ লাখ টাকার মুক্তিপণের জন্যই কি মণিরুল এই কাজ করল? নাকি এর পিছনে পারিবারিক কোনও প্রতিহিংসা ছিল? নাকি গোটা পরিকল্পনার পিছনে মণিরুলের বাবা আকবর শেখের হাত রয়েছে? সেই কারণও খতিয়ে দেখছে পুলিশ। জয়নগর-মজিলপুরের চেয়ারম্যান সুজিত সরখেল বলেন, ভাবতেই পারছি না এই ঘটনা। পড়ুয়াদের এ কোন ধরণের মানসিক বিকৃতি? পুলিশকে ধন্যবাদ ওরা দ্রুত অপরাধীকে খুঁজে পেয়েছেন। কিন্তু তুষারের প্রাণ তো বাঁচানো গেল না। মলয়বাবুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। আগামিদিনে পাশে থাকব।

আরও পড়ুন-গোঘাটে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, উত্তপ্ত ত্রিবেণীতে অবরোধ

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version