Thursday, August 21, 2025

“আমি মাদকাসক্ত ছিলাম,” কঙ্গনার পুরনো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

বলিউডের অন্দরের মাদক কাণ্ড নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এমনকী বি টাউনে এনসিবি হানা দিলে আরও অনেকে গ্রেফতার করতে হবে বলে মন্তব্য করেছেন। তিনি কঙ্গনা রানাওয়াত। এরই মধ্যে ভাইরাল হলো অভিনেত্রীর পুরনো একটি ভিডিও। যেখানে প্রকাশ্যেই তিনি বলছেন মাদকাসক্ত হয়েছিলেন একসময়। কেরিয়ারের শুরুতে মাদক সেবন করেন এমন কথাও জানিয়েছেন কঙ্গনা।

চলতি বছরের মার্চ মাসের শেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, “ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে চলে যাই। তারও বহু বছর পরে আমি ফিল্মস্টার হয়েছি। কেরিয়ারের শুরুতে মাদকাসক্ত হয়ে উঠি। অনেক কিছু হচ্ছিল তখন। আমার বয়স তখন ১৮ পেরোয়নি। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে।”

গ্রেফতার হওয়ার পর রিয়া চক্রবর্তী তাঁর বয়ানে বলিউডের ২৫ জনের নাম উল্লেখ করেছেন। এবার সেই দিকে নজর দিচ্ছে এনসিবি। কিন্তু যে অভিনেত্রী বারবার মাদকযোগ নিয়ে সরব হয়েছেন, তাঁর এই বক্তব্য শুনে অবাক নেটিজেনদের একাংশ। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি কঙ্গনাও ব্যতিক্রমী নন?

অন্যদিকে, অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক অধ্যায়ন সুমন তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। এক সংবাদমাধ্যমে দাবি করেন, কঙ্গনা তাঁকে জন্মদিনের পার্টিতে কোকেন নেওয়ার জন্য জোর করেছিলেন। কিন্তু অধ্যায়ন তা নিতে চাননি। অভিনেতার কথায়, ” ২০০৮ সালে নিজের জন্মদিনের পার্টিতে বেশ কয়েকজনকে আমন্ত্রণ জানান কঙ্গনা। হঠাৎ করে ও বলে আজ সারারাত চলে কোকেন নেব। তার আগে আমি ওর সঙ্গে গাঁজা খেয়েছি। সেটা আমার ভালো লাগেনি। তাই কোকেন নিতেও চাইনি। এরপরে ঝামেলার শুরু করে কঙ্গনা।”

তবে এর আগে কঙ্গনা বেশ জোর গলায় বলেছেন তিনি কোনওভাবেই মাদক কাণ্ডের সঙ্গে জড়িত নন। নিজের টুইটার হ্যান্ডেলে মুম্বই পুলিশকে ট্যাগ করে তিনি লেখেন, “আমার ড্রাগ টেস্ট করুন। আমার কল রেকর্ডও চেক করতে পারেন। মাদক পাচারকারী সঙ্গে আমার যোগাযোগ প্রমাণ করতে পারলে আমি নিজের ভুল স্বীকার করব। সারা জীবনের জন্য মুম্বই ছেড়ে চলে যাব।” মাদকযোগের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, তদন্ত শুরু করা হলে কঙ্গনা এবং অধ্যায়নকে মুখোমুখি বসে জেরা করা হবে।

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version