Wednesday, August 27, 2025

দীর্ঘদিন ধরেই শরীর ঠিক নেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এ কারনে দলীয় পদ থেকে বারবার সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি৷ তথাপি তাঁকেই অন্তবর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব পালন করতে হচ্ছে৷

শুক্রবার রাতে তড়িঘড়ি দলের বড়সড় রদবদল করেই শনিবার চিকিৎসার জন্য বিদেশ গেলেন সোনিয়া গান্ধী৷ এবার তাঁর সঙ্গেই গিয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুল আগামী সপ্তাহেই দেশে ফিরে সংসদের বাদল অধিবেশনে যোগ দেবেন।

কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য এবং সাধারণ সম্পাদক রনদীপ সিং সুরজেওয়ালা এক টুইটে জানিয়েছেন, সোনিয়া গান্ধী পূর্ব নির্ধারিত মেডিক্যাল চেকআপ করাতেই দেশের বাইরে গিয়েছেন। তিনি গুরুতর অসুস্থ নন। রুটিন চেক আপ করাতেই দেশের বাইরে গিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধী। তবে রাহুলজি আগামী সপ্তাহে ফিরেই বাদল অধিবেশনে যোগ দেবেন।’‌’‌

রুটিন চেকআপের জন্য আগেই তাঁর বিদেশ যাওয়ার কথা ছিলো৷ কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। শেষপর্যন্ত এদিন তিনি বিদেশ গেলেন। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি এবং জুলাই মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। প্রায় ৭০ বছর বয়সের সোনিয়া গান্ধী নানা জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য একাধিকবার আমেরিকাতেও যেতে হয়েছে তাঁকে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version