Saturday, August 23, 2025

প্রশ্নোত্তর পর্বের দাবিতে সরব বিরোধীরা, পাল্টা জবাব প্রহ্লাদ যোশীর

Date:

সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকায় সরব বিরোধীরা। সরকার প্রশ্নকে ভয় পায় না। পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। পাল্টা জবাব লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। সোমবার, সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। মেয়াদ ১৮ দিন। এদিন সকালেই লোকসভায় একটি প্রস্তাব পাশ হয়- এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না। বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের মতে, সাংসদদের সরকারকে প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, “কোশ্চেন আওয়ার হল গোল্ডেন আওয়ার”। কিন্তু কেন্দ্র বলছে, এই পরিস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়া হবে। অধীর চৌধুরীর মতে, “আপনারা গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে মারতে চাইছে”।

প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার বিরোধিতা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সহ অনেকেই। তাদের মতে, যদি সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদের অধিবেশন শুরু করা যায়, তাহলে প্রশ্ন করার সময় কি এমন হবে যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে?

তব, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, সরকার প্রশ্নকে ভয় পায় না। কিন্তু এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে। ৮০০-৮৫০ জন এমপিকে নিয়ে অধিবেশন হয়”।

সংসদের অধিবেশন দৈনিক চার ঘণ্টা করে। সপ্তাহে সাতদিনই অধিবেশন চলবে। কেবল লিখিতভাবে প্রশ্ন করা যাবে। লিখিতভাবেই তার জবাব দেওয়া হবে।

আরও পড়ুন-লকডাউনই কমিয়েছে মৃত্যুর হার, দেশে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী: হর্ষ বর্ধন

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version