বিএড বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি শিক্ষামন্ত্রীর

ফাইল চিত্র

বিএড বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একইসঙ্গে শিক্ষাঙ্গনে এই ধরনের ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা করেছেন শিক্ষামন্ত্রী। এদিন ফেসবুকে তিনি লেখেন, “যারা বিএড বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করল তাদের ক্ষমা নেই। প্রশাসন দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। আমি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দাবি করছি। শিক্ষাক্ষেত্রে এই ধরনের আচরণকে তীব্র ভাষায় নিন্দা করছি।”

শুক্রবার রাতে বালিগঞ্জ সার্কুলার রোডের বিএড কলেজে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটি শনিবার বালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নিকটবর্তী বস্তির বাসিন্দা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, এই ঘটনায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। ক্যাম্পাসের একটি ভবনের অডিটোরিয়াম লন্ডভন্ড করে দিয়েছে তারা। লন্ডভন্ড করেছে একটি শ্রেণিকক্ষও। তান্ডব চালিয়েছে সার্ভার রুমেও। যে ঘরে পরীক্ষার খাতা থাকে সেই ঘরে ঢুকেছিল তারা। পরীক্ষার খাতা ছেঁড়া হয়েছে বলেও অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন-আইনজীবী হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা, বুধে সাজা ঘোষণা

Previous articleফের ভুটানের ৪০ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে লালফৌজ! তৎপর ভারতীয় সেনাবাহিনী
Next articleলকডাউনই কমিয়েছে মৃত্যুর হার, দেশে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী: হর্ষ বর্ধন