Thursday, August 21, 2025

মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে এবার দেখা যেতে পারে নজিরবিহীন দৃশ্য৷

আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা হয়নি, তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণে যাতে অংশ নেন সাধারণ মানুষ, সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে কলকাতা পুরসভা। আজ, মঙ্গলবার কলকাতা পুলিশ-সহ একাধিক এজেন্সির সঙ্গে বৈঠকে বসবে পুরসভা। এই বৈঠকে মূলত তর্পণের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে৷

বৃহস্পতিবার মহালয়া। মহালয়ায় পিতৃতর্পণ এক অবশ্যপালনীয় প্রথা৷ এবার এই রীতি পালন করতে হবে সামাজিক দূরত্ববিধি মেনেই৷ ঠিক হয়েছে,

◾দূরত্ববিধি নিশ্চিত করতে গঙ্গার ঘাটে কেটে দেওয়া হবে দাগ।

◾মাইকে বৃহস্পতিবার ভোর থেকেই শুরু হবে ঘোষণা। বলা হবে, স্বাস্থ্যবিধি মেনেই যেন সামিল হন তর্পণে।

◾অন্তত ৬ ফুট দূরত্ব বজায় যেন সাধারণ মানুষ তর্পণে সামিল হন, ওইদিন সকাল থেকেই বলা হবে৷

◾প্রতিটি ঘাটে একটি করে শিবির থাকবে। শিবির থেকে বিনামূল্যে স্যানিটাইজার দেওয়া হবে তর্পণ করতে আসা মানুষের হাতে।

◾ পুরোহিত ও তর্পণকারী মুখে যাতে মাস্ক ব্যবহার করেন, সেই অনুরোধও করা হবে৷

◾প্রতিবারের মতোই জলে দুর্ঘটনা ঠেকাতে বির্পযয় মোকাবিলা বাহিনী এবং ডুবুরিদের রাখা হবে৷

◾ঘাটে নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে অন্যান্য বছরের থেকে এবার অনেক বেশি থাকবে পুলিশও।

◾ইতিমধ্যেই বিষয়টি নিয়ে লালবাজারের সঙ্গে পুরকর্তাদের কথা হয়েছে৷

তর্পণ করতে কলকাতার ৯ টি গঙ্গার ঘাটে প্রচুর মানুষের জড়ো হন। তর্পণে সামাজিক বিধি ভাঙা হোক, সেটা চাইছে না পুর-প্রশাসন। সে কারণেই সবচেয়ে বেশি ভিড় থাকে যে যে ঘাটে, সেখানে বাড়তি লোক মোতায়েন রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনা করেছে পুরসভা। এই ঘাটগুলি হল, বাবুঘাট, নিমতলা ঘাট, জাজেস ঘাট। প্রয়োজনে এই ঘাটগুলিতে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ পুলিশ মোতায়েনের কথাও পুরসভার তরফে লালবাজারকে জানানো হয়েছে।

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version