Tuesday, August 26, 2025

খোওয়া গিয়েছিল মোবাইল। সেই মোবাইল খুঁজেও পেলেন। কিন্তু মোবাইলের ফটো গ্যালারিতে যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড় মালয়েশিয়ান তরুণ জ্যাকরিডজ রডজির। ফোন ভর্তি শুধু বাঁদরের সেলফি।

এই ঘটনা যে গল্প নয়, সত্যি তার প্রমাণ দিতে ওই তরুণ সোশ্যাল সাইটে তাঁর ফোন ও বাঁদেরর ছবিও পোস্ট করেছেন।জ্যাকরিডজ প্রতি রাতেই ঘুমোনোর সময় মাথার কাছে মোবাইলটা রেখে দেন। একদিন সকালে তিনি দেখেন, মোবাইল নেই।ঘরের সমস্ত কিছুই ঠিক আছে। বুঝতে পারছিলেন না কী হল!

মোবাইল খুঁজতে শুরু করেন জ্যাক। এদিকে, জ্যাকের বাবাও  ছেলেকে না পেয়ে ফোন করতেই থাকেন। দু’দিন পরে বাড়ির পিছনের জঙ্গলে ফোনের রিং শুনতে পান জ্যাক। পাম গাছের নীচে পড়েছিল ফোন। ফোন মিললেও, ভারি অবাক হয়েছিলেন কমপিউটার সায়েন্সের ছাত্র জ্যাক। কারণ ওই ফোন কে নিয়ে গিয়েছিল জঙ্গলে কিছুই বুঝতে পারছিলেন না। চোর যদি মোবাইল চুরি করবে, তাহলে সে জঙ্গলে ফেলবেই বা কেন?

আরও পড়ুন : সিগারেটের টুকরা ধরিয়ে দিল খুনিকে, অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

মোবাইলের রহস্য ভেদ করতে যখন জ্যাকের কালঘাম ছুটছে, তখন তাঁরই এক আত্মীয় মজা করে বলেছিলেন, “মোবাইলে ফটোগুলো চেক কর। হয়তো চোরের ছবি পেয়ে যাবি”। মজা করে বলাই কথা যে সত্যি হয়ে যাবে ভাবেননি তখন জ্যাকরিডজ। কারণ, এরপর জ্যাক মোবাইলের গ্যালারি খুলে যা দেখেছিলেন, তাতে কিছুক্ষণ কথা বলতে পারেননি। কারণ মোবাইল জুড়ে শুধুই বাঁদরের ছবি। বিভিন্ন মুখভঙ্গির সেলফি। এমনকি এক বাঁদর ফোনটিকে খেতেও গিয়েছিল। ছবিতে ধরা পড়েছে সেই দৃশ্য। আশ মিটিয়ে ছবি তোলার পর বাঁদররা ফোনটিকে ফেলে দেয় অথবা তাদের হাত থেকে পড়ে যায়।

আরও পড়ুন : গাছের সঙ্গে বিবাহ বার্ষিকী! ব্রিটেনের মহিলার কাণ্ডে অবাক বিশ্ব

বাঁদরের এই কীর্তিকলাপ শেয়ার করেছেন মালয়েশিয়ার ওই পড়ুয়া।এই ঘটনা শুনে ও ছবি দেখে সকলেই হতবাক।বাঁদর এমনিতে অত্যন্ত বুদ্ধিমান। মানুষকে অনুকরণের নজিরও তাদের রয়েছে। তবে মোবাইলটা খাবার ভেবে নিয়ে গিয়ে এদিক-ওদিক টাচ করার সময় তাদের ছবি উঠেছিল, নাকি তারা অন্য কাউকে সেলফি তুলতে দেখে এ কাজ করেছিল, তা অজানা।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version