Tuesday, November 4, 2025

বাড়ি ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন, নেপথ্যে প্রতিহিংসা?

Date:

বাড়িতে ঢুকে প্রৌঢ় দম্পতিকে গুলি করে খুন। চাঞ্চল্য হাবড়ায়। মৃত প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রী লীলারানি মণ্ডল। অভিযোগ, মঙ্গলবার রাতে ছাদের দরজা ভেঙে ওই বাড়িতে ঢোকে প্রতিবেশী তন্ময় বর। চোর সন্দেহে বাইরে বেরিয়ে আসার পর, লীলারানির মাথা লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ার। তাঁর স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে বুকে গুলি করা হয়। হাসপাতালে নিয়ে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, ২০১৮-য় মৃতের ভাইঝিকে অপহরণ করে বাংলাদেশে পালিয়ে যায় তন্ময় বর নামে ওই প্রতিবেশী যুবক। ঘটনায় ধরে পড়ে জেলও খাটে। গতবছরই জেল থেকে ছাড়া পায় তন্ময়। প্রতিশোধ নিতেই দম্পতিকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ আচমকা বাড়ির গেটে আওয়াজ হয়। অত রাতে গেটের শব্দে ঘুম ভাঙে বাড়ির সকলেরই। চোর ঢুকেছে ভেবে বেরিয়ে আসেন প্রৌঢ় দম্পতি। দরজা খুলে বাইরে বেরোতেই গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর পালিয়ে যায় তারা। বাড়ির ভিতর থেকে ছুটে আসেন বাকিরা। গেটের কাছেই রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, রামকৃষ্ণ মণ্ডলের বুকে এবং লীলারানির মাথায় গুলি লেগেছিল। সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, তন্ময় বর অনেকদিন ধরে রামকৃষ্ণ মণ্ডলের ভাইঝিকে নানা ভাবে উত্ত্যক্ত করত। এই নিয়ে ওই যুবকের সঙ্গে বেশ কয়েকবার প্রাক্তন সেনাকর্মীর বচসা হয়। অভিযোগ, এই মণ্ডল বাড়িতে একবার অ্যাসিড হামলাও করেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পলাতক তন্ময়। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জনকে আটক করা হয়েছে। তাঁদের জেরা করে তন্ময় কোথায় গা-ঢাকা দিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

আরও পড়ুন-নিউটাউনে আইনজীবী খুনে স্ত্রীর যাবজ্জীবন, কোর্ট সরগরম

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version