Thursday, November 13, 2025

বিজেপির স্মারকলিপি জমাকে কেন্দ্র করে উত্তেজনা শেওড়াফুলিতে

Date:

Share post:

বিজেপির স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হুগলির শেওড়াফুলিতে ।বুধবার বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়িতে স্মারকলিপি জমা দিতে যায় বিজেপি নেতা ও কর্মীরা।কিন্তু বিজেপির অভিযোগ, তাদের মিছিল আটকে দেয় পুলিশ। এমনকি তাদের স্মারকলিপি জমা নিতে অস্বীকার করে ফাঁড়ির পুলিশ কর্মীরা ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেওড়াফুলিতে ।
জানা গিয়েছে,মূলত শেওড়াফুলি বাজার ফের পুরোনো জায়গায় ফিরিয়ে আনার দাবিতে এদিন পুলিশের কাছে স্মারকলিপি জমা দিতে যান বিজেপির নেতা কর্মীরা।মিছিলের অগ্রভাগে ছিলেন অগ্নিমিত্রা পল ও শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। সেই মিছিল আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন-মহামারি পরিস্থিতিতে ছুটি নয়, কাজ শেষে ছাদনাতলায় হাজির ডেপুটি কমিশনার

পুলিশের দাবি, মিছিলের অনুমতি না থাকায় মিছিল আটকানো হয়েছে।কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন ।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি কোনও কর্মসূচি করলে পুলিশ আটকে দিচ্ছে।এর প্রতিবাদে বিজেপির এই আন্দোলন চলবে।
এরপরই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে। শ্রীরামপুর থানার পুলিশ প্রায় ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে ।
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেছেন, যে কোনও বিষয় নিয়ে বিজেপি অনিচ্ছাকৃত রাজনীতি করছে। শেওড়াফুলি বাজার-যেখানে সরানো হয়েছে তাতে সাধারণ মানুষের সঙ্গে চাষিদেরও সুবিধা হচ্ছে । তাই যে অভিযোগ বিজেপি করেছে তা মোটেই ঠিক নয়। পুলিশ তাদের কাজ করেছে।

spot_img

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...