Thursday, August 28, 2025

রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলা, ৩ অভিযুক্তকে গ্রেফতার পাঞ্জাব পুলিশের

Date:

সুরেশ রায়নার পিসির বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সরকারিভাবে এই তথ্য জানান। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে চিহ্নিত করা হয়। তারপর তাঁদের গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশকে এই সক্রিয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন সুরেশ রায়না।

ঘটনা ১৯ অগাস্টের। পুলিশ সূত্রে খবর, ডাকাতির উদ্দেশে বাড়িতে হামলা করেছিল একদল দুষ্কৃতী। পাঠানকোটের থারিয়াল গ্রামে রায়নার পিসির বাড়ি। পিসির পরিবারের উপর আক্রমণ করে ১৪ জন দুষ্কৃতীর একটি দল। সেই সময় বাড়ির ছাদে ঘুমোচ্ছিলেন পিসি-পিসেমশাই ও তাঁদের ছেলেমেয়েরা। তখনই আক্রমণ করে তারা। ঘটনাস্থলেই প্রাণ হারান পিসেমশাই অশোক কুমার। গুরুতর জখম হন পিসি আশাদেবী। তাঁর দুই পিসতুতো ভাই ৩২ বছরের কৌশল কুমার এবং ২৪ বছরের আপিন কুমারকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। তাঁদের মধ্যে এক ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর।

ঘটনার তদন্ত শুরু করে পাঞ্জাব পুলিশ। পুলিশ সূত্রে খবর, অশোক কুমারের বাড়ির ঘটনায় জড়িত ওই দলে অন্তত ১৪ জন ডাকাত ছিল। প্রত্যেকে আন্তঃরাজ্য দুষ্কৃতী দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পাঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্ত বলেন, ১৪ জনের এই দলের মধ্যে ৩ জনকে ধরা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খোঁজ পেলেই তাদেরও গ্রেফতার করা হবে।

এই খবর পেয়ে, রাতারাতি দুবাই থেকে ভারতে ফেরেন সুরেশ রায়না। স্পষ্টতই, চলতি বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলা হলো না রায়নার। তবে কাকার খুনিদের গ্রেফতারের পর সেই ক্ষত থেকে কিছুটা হলেও প্রলেপ পড়ল। পাঞ্জাব পুলিশের তৎপরতায় খুশি সুরেশ রায়না। এদিন তিনি রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের যে ক্ষতি হয়ে গিয়েছে তা কখনও পূরণ হবে না। পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অতি সক্রিয়তার জন্যই অপরাধীদের ধরা সম্ভব হয়েছে। পুলিশের এই তৎপরতা থাকলে, আগামী দিনে অপরাধের সংখ্যা কমবে।”

আরও পড়ুন-এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version