Monday, August 25, 2025

অর্থের লোভ! মায়ের প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে খুন বাবাকে

Date:

Share post:

বাবাকে হত্যা করতে মা এবং তাঁর প্রেমিককে সাহায্য করল কলেজ পড়ুয়া। ভয়াবহ হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দত্তপুকুর। মঙ্গলবার সকালে দত্তপুকুর থানার মোচপোল এলাকা থেকে উদ্ধার হয় পেশায় দিনমজুর দেবানন্দ মণ্ডলের গলাকাটা দেহ। ঘটনায় অভিযোগের তির নিহতের স্ত্রী বৃহস্পতি মণ্ডল ও পুত্র সৌমেন মণ্ডল সহ গৌতম দে নামে এক ব্যক্তির দিকে। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে বারাসাত পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৩ জন খুনর ব্লু প্রিন্ট তৈরি করেছিল। পরিকল্পিতভাবে দেবানন্দকে নিয়ে মদের আড্ডায় বসে গৌতম। ওই আসরে মদের বোতল ভেঙে খুন করা হয় দেবানন্দকে। খুনের এই পরিকল্পনায় গৌতমকে সাহায্য করেছিল দেবানন্দের ছেলের সৌমেন। পুলিশের ধারণা, বাবার মৃত্যুর পর অর্থের মালিক হওয়ার লোভেই এই কাজ করে দ্বিতীয় বর্ষের ছাত্র সৌমেন।

জানা গিয়েছে, বারাসাত বারাকপুর রোডে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ছিলেন দেবানন্দ এবং গৌতম। সেই সময় থেকেই দেবানন্দের বাড়িতে যাতায়াত শুরু করে গাইঘাটার গৌতম। সেই সূত্রেই দেবানন্দের স্ত্রী বৃহস্পতির সঙ্গে সম্পর্ক হয় গৌতমের। পরে ওই বিশ্ববিদ্যালয় থেকে  কর্মচ্যুত হয় গৌতম এবং দেবানন্দ।

স্থানীয় সূত্রে খবর, চাকরি চলে যাওয়ার পর দেবানন্দ দিনমজুরের কাজ শুরু করেন। দেবানন্দ বাড়ি থেকে বেরোলেই গৌতম পৌঁছে যেত বৃহস্পতির কাছে। প্রেমে পথের কাঁটা দেবানন্দকে খুন করার পরিকল্পনা করে দুজন মিলে। পুলিশের অনুমান, অর্থের লোভে মা এবং তাঁর প্রেমিকের সঙ্গে হাত মেলায় সৌমেন। বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত ৩ জন। বুধবার তাদের বারাসাত আদালতে হাজির করা হয়। ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন-রবীন্দ্র সরোবরে ছটপুজো নয়, আগের নির্দেশ বহাল রাখল গ্রিন ট্রাইবুনাল

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...