Monday, August 25, 2025

বিশ্বজুড়ে বাংলাদেশের ওষুধ শিল্পের সুনাম, ১৬০টি দেশে হচ্ছে রফতানি

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশের ওষুধের গুণগত মান ও কার্যকারিতার কারণে বিশ্ববাজারে সুনাম ছড়িয়ে পড়েছে। বর্তমানে দেশীয় ৪৬ কোম্পানির ৩০০ ধরনের ওষুধপণ্য বিশ্ববাজারে রফতানি হয়। এমন অবস্থায় শুধু ওষুধ রফতানিতেই বিশ্ববাজার থেকে বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি হিসেবে ওষুধশিল্পে মেধাস্বত্ব ছাড় ১৭ বছর বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশের ওষুধশিল্প খাতে ২০৩৩ সাল পর্যন্ত মেধাস্বত্ব ছাড় পাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ওষুধ রফতানিরর আকার বাড়াতে চায়। বিশ্ববাজারে এখন ওষুধের বার্ষিক ব্যয় ৯৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। ইপিবি এবং বাংলাদেশ ওষুধশিল্প মালিক সমিতি সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বাংলাদেশের ওষুধ শিল্পের সুনাম বিশ্বজুড়ে। বর্তমানে দেশের ৯৮ শতাংশ চাহিদা মিটিয়ে ১৬০টি দেশে ওষুধ রফতানি হচ্ছে। আর বাংলাদেশের ওষুধ বিশ্বের ৪৮ দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশের ২৫৭টি কোম্পানির কারখানায় বছরে ২৪ হাজার ব্র্যান্ডের ওষুধ উৎপাদিত হচ্ছে। ওসব কারখানায় বছরে প্রায় ২৫ হাজার কোটি টাকার ওষুধ ও কাঁচামাল উৎপাদিত হচ্ছে। এ শিল্পে প্রায় ২ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে।

সূত্রের খবর, রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্যানুযায়ী সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে ১৩ কোটি ৫৭ লাখ ডলারের ওষুধ রফতানি হয়েছে। আগের বছরের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ ওষুধ রফতানি বৃদ্ধি পেয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ওষুধ রফতানি করেছে ১৩ কোটি ডলার। যা ২০১৭-১৮ অর্থবছরে ছিল ১০ কোটি ৩৫ লাখ ডলার।

করোনায় ওষুধের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দামের পালেও হাওয়া লেগেছে। মে ও জুনের শেয়ার লেনদেনে ওষুধ খাত ব্যাপকভাবে ইতিবাচক ধারায় ফিরেছে।

জানা গিয়েছে, বিগত দুই বছরে ১ হাজার ২০০ ধরনের ওষুধ রফতানির অনুমোদন নেওয়া হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে তৈরি ওষুধ বিশ্বের ১৪৭টি দেশে রফতানি হয়। রফতানিতে শীর্ষ সাত দেশ হচ্ছে মায়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ভিয়েতনাম, আফগানিস্তান, কেনিয়া ও স্লোভেনিয়া। ওই দেশগুলোয় মোট ওষুধ রফতানির ৬০ দশমিক ৩২ শতাংশ যাচ্ছে। আর বাকি ৩৯ দশমিক ৬৮ শতাংশ অন্যান্য দেশে রফতানি হয়।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, জাতীয় অর্থনীতিতে ওষুধশিল্পের অবদান বাড়ছে। ২০১৬-১৭ অর্থবছরে জিডিপিতে ওষুধ খাতের অবদান ছিল ১ দশমিক ৮৫ শতাংশ। বর্তমানে ২৫৭টি অনুমোদিত কোম্পানির মধ্যে উৎপাদনে রয়েছে ১৫০টি। সর্বশেষ ২০১৯ সালে ইবিএল সিকিউটিরিজের ওষুধশিল্প খাত নিয়ে প্রতিবেদনে বলা হয়, ওষুধশিল্পের বাজার ২০ হাজার ৫১১ কোটি টাকার। গত পাঁচ বছরে এ শিল্পের প্রবৃদ্ধি গড়ে ১৫ দশমিক ৬ শতাংশ। পরবর্তী পাঁচ বছরে গড়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে। চার দশক ধরে ওষুধশিল্পে ব্যাপক উন্নতি হয়েছে। ওষুধের বৈশ্বিক বাজারের হিসাবে দেখা যায়, ২০১৮ সালের শুরুতে বিশ্বব্যাপী ওষুধের বাজার ছিল ১ হাজার ২০৫ বিলিয়ন ডলারের, যেখানে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ০৮ শতাংশ। ২০২৩ সালে তা ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ওষুধশিল্প মালিক সমিতির উপদেষ্টা, ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুক্তাদির জানান, “জনস্বাস্থ্যের জন্য ওষুধ অত্যন্ত জরুরি পণ্য। বাংলাদেশের ওষুধ খুবই ভালো। ফলে বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধশিল্পে আস্থা ও নির্ভরতা বাড়ছে।”

আরও পড়ুন-ঢাকায় শুরু বিএসএফ ও বিজিবির সীমান্ত সম্মেলন

spot_img

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...