Friday, August 22, 2025

মহামারির কোপ, আমফানের দাপট কাটিয়ে পর্যটকদের জন্য খুলল মৌসুনি

Date:

Share post:

মহামারির কোপ পড়েছে পর্যটন শিল্পে। ঘরবন্দি পর্যটন প্রেমীরা। গত ছ’মাস ধরে বন্ধ ছিল মৌসুনি পিকনিক স্পট। সব রকম স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে ফের চালু হলো মৌসুনির ওই পর্যটন কেন্দ্র।

চিনাই, মুড়িগঙ্গা, বটতলা নদী ও সমুদ্র সংযোগ এলাকা ঘিরে রয়েছে মৌসুনি দ্বীপ। বছর ছয়েক আগে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। পর্যটকদের থাকার জন্য আছে প্রায় ৪০টি মাটির ঘরের আদলে খড়ের ছাউনির কটেজ। ঝাউয়ের জঙ্গলের মধ্যে রয়েছে এই কটেজগুলি। কটেজের মধ্যে থেকেই দেখা যায় সমুদ্রের ঢেউ। একেবারে নিরিবিলি পরিবেশ। যদিও প্রথম দিকে খুব একটা জনপ্রিয় ছিল না এই পর্যটন কেন্দ্র। কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজ বেশ জনপ্রিয়তা পেয়েছে মৌসুনি দ্বীপ। ইদানিংকালে পর্যটকদের আনাগোনা বেড়েছে সেখানে।

প্রথমে মহামারির প্রকোপ, পরে আমফানের দাপট। এই দুইয়ের জেরে সংকটের মুখ দেখে ছিল মৌসুনি দ্বীপ। কিন্তু এভাবে আর কতদিন কাটবে? তাই সব রকম সুরক্ষার মেনে চালু করা হলো এই পর্যটন কেন্দ্র। মৌসুনি ক্যাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদ্যুৎ বেরা বলেন, “মহামারির জন্য সবরকম স্বাস্থ্যবিধি মেনে কটেজ খোলা হচ্ছে। যারা এখানে কাজ করেন তাঁরা এতদিন আর্থিক সঙ্কটে কাটিয়েছেন। পর্যটন কেন্দ্র খুলে দেওয়ায় ফের তাঁরা কাজে যোগ দিতে পারবেন।”

স্থানীয়দের কথায়, এই দ্বীপের বাসিন্দাদের একমাত্র কাজ চাষাবাদ। পর্যটন কেন্দ্র তৈরি হওয়ায় অনেকেই তার সঙ্গে যুক্ত হয়েছেন। এই পর্যটনকেন্দ্র যাতায়াতের জন্য টোটো পরিষেবা চালু হয়েছে। এতদিন পর্যন্ত সেই পরিষেবা বন্ধ ছিল। পর্যটন কেন্দ্র বন্ধ থাকলে তাঁদেরও আর্থিক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই সরকারি নির্দেশিকা সহ সবরকম নিয়ম মেনে খোলা হল পর্যটন কেন্দ্র। প্রদ্যুৎ বলেন, ” নামখানার ১০ মাইল মোড়ে নেমে পৌঁছে যাওয়া যায় পাতকিবুনিয়া ঘাটে। সেখান থেকে বেরোতে হয় চিনাই নদী। নদী পেরোনোর পর টোটোতে বসার আগে থার্মাল চেকিং করা হবে। তারপরই মিলবে কটেজে ঢোকার অনুমতি। নিয়ম মেনে স্যানিটাইজ করা হবে কটেজগুলি।”

আরও পড়ুন-এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

spot_img

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...