এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

করোনা আবহের মধ্যে দেশজুড়ে অভিন্ন ইঞ্জিনিয়ারিং (JEE মেইন) এবং মেডিকেলে (NEET) প্রবেশিকা পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতির বিচারে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রের পরীক্ষা সূচি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী দেশজুড়ে পরীক্ষা নেওয়া হয়। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার ফলাফলও বেরিয়ে গিয়েছে। নিটের ফলাফল কয়েদিনের মধ্যেই বেরিয়ে যাবে।

কিন্তু কোভিড পরিস্থিতিরতে দেশজুড়ে JEE-মেইন ও NEET পরীক্ষা দিতে পারেননি অনেক পরীক্ষার্থী। তাঁদের জন্য ফের পরীক্ষা আয়োজনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ল। পিটিশনে বলা হয়েছে, বয়সের কারণে অনেকেই এবছর শেষবারের মতো পরীক্ষাগুলিতে বসতে পারতেন। তাই শীর্ষ আদালত যেন বঞ্চিত পড়ুয়াদের সুযোগ দিতে NTA-কে পরীক্ষা পরিচালনার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন- স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

 

Previous articleআনন্দপুর কাণ্ড: অভিযোগ তোলার আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের
Next articleফের খাস কলকাতায় শ্যুটআউট, জখম ১