স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা অক্টোবরে নেওয়া যাবে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জানাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি।

গত ৬ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছিল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে। একই সঙ্গে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছিল, এই পরীক্ষা নিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ইউজিসির এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, রাজ্যগুলি পরীক্ষা নেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য ইউজিসির কাছে আবেদন করতে পারে। সেই অনুযায়ী, ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়েছিল পশ্চিমবঙ্গ। তাতে সম্মতি দিল ইউজিসি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বিশ্ববিদ্যালয়গুলিকে পরীক্ষা নেওয়ার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে ইউজিসি।

আরও পড়ুন- ইন্ডাস্ট্রি তাঁকে থালায় দিয়েছে দু’মিনিটের আইটেম ডান্স, সরব কঙ্গনা
