আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন। এই উপলক্ষ্যে বিজেপির পক্ষ থেকে এই সপ্তাহটি দেশ জুড়ে সেবা সপ্তাহ হিসাবে পালন করা হবে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, মোদির আদর্শে দেশ সেবা ও সমাজ সেবার বোধকে সর্বস্তরে ছড়িয়ে দিতেই তাঁর জন্মদিন উপলক্ষ্যে এই প্রতীকী কর্মসূচি নেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি। বিদেশ থেকে টুইট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

আরও পড়ুন-ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশ হয়নি, সংসদে বলল স্বরাষ্ট্রমন্ত্রক
