Thursday, August 21, 2025

সৌদি আরবের উত্তরে রুক্ষ নেফুদ মরুভূমিতে মিলল এক লক্ষ ২০ হাজার বছরের পুরনো পায়ের ছাপ। বিজ্ঞানীরা নিশ্চিত তা মানুষেরই। আর এই ছাপের সূত্র ধরে বিবর্তনের ইতিহাসের অনেক অজানা তথ্য সামনে আসবে বলেও আশাবাদী ঐতিহাসিক-গবেষকরা।

মনে হতেই পারে, রুক্ষ মরুভূমিতে কীভাবে এত প্রাচীন পায়ের ছাপ রয়ে গিয়েছে? গবেষকরা বলছেন, এখন যেখানে মরুভূমি সেখানেই লক্ষ লক্ষ বছর আগে ছিল তৃণভূমি  ও অগভীর হ্রগ। সেখানেই জল খেতে আসত অসংখ্য প্রাণী। জলাশয় ও শিকারের সুবিধার জন্যই সে সময় মানুষ ওই হ্রদের আশপাশে ঘোরাঘুরি করতো। এত নিজেদের জলের সমস্যা যেমন মিটত তেমনই, জল খেতে আসা প্রাণী শিকার সহজ হত।

আরও পড়ুন : ধনকুবের ‘চাক ফিনি’, জীবদ্দশায় বিলিয়ে দিলেন ৮ মিলিয়ন ডলার!

সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে বহু প্রাচীন মানুষের পায়ের ছাপের কথা প্রকাশ হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেসময় মানুষরা বড় বড় স্তন্যপায়ী প্রাণী শিকার করত। সুবিধার জন্যই তারা জলের ধারে থাকত। বলা হয়েছে, ওই মরুভূমির জায়গায় আগে ছিল নদী, জলাশয়, বিস্তীর্ণ তৃণভূমি। আর শুধু মানুষের পায়ের ছাপই নয়,  সেখানে অসংখ্য হাতির পায়ের ছাপ পাওয়া গিয়েছে। ছিল আরও ছোট বড় প্রাণীর চিহ্ন।
জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির গবেষক ম্যাথু স্টুয়ার্ট ২০১৭ সাল থেকে এ নিয়ে গবেষণা করছেন। আলাথা নামে একটি প্রাচীন হ্রদ সেখানে ছিল। সেখানেই তিনি ওই পায়ের ছাপ পেয়েছেন। এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল। আপাতত নিশ্চিত হওয়া গিয়েছে পায়ের ছাপ টি ১ লক্ষ বছরের পুরনো বলে। আর পায়ের ছাপ দেখে অনুমান তা অপেক্ষাকৃত আধুনিক মানুষের।

স্টুয়ার্টের কথায়, অনুমান করা হত আদিমকালে মানুষ দক্ষিণ গ্রিস হয়ে ইউরেশিয়ায় যাতায়াত করত। তারা উপকূল ধরে যেত। তবে হ্রদে পায়ের ছাপ ও নানা চিহ্ন বলছে শুধু উপকূল নয়, নদী পথ অনুসরণ করেও মানুষ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ত। শিকারের সুবিধার জন্যই তারা তৃণভূমি ও জলের উৎসের কাছে থাকত।

সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক ডক্টর জাসির-এর মতে প্রাচীন আরবের যে মানুষ ছিল এই ছাপ তার প্রমাণ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version