জুটমিল খোলার দাবিতে বাম-কংগ্রেস যৌথ মিছিল

হুগলির ভদ্রেশ্বর এলাকায় জুটমিল খোলার দাবিতে যৌথ মিছিল ও পথসভা করল বাম-কংগ্রেস। শুক্রবার, ভদ্রেশ্বর নর্থব্রুক জুটমিল খোলার দাবিতে এই মিছিল ও পথসভা হয়। মিছিলের নেতৃত্ব দেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান। এদিনের মিছিল থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ক্লাবগুলিকে টাকা দিতে পারছে সরকার কিন্তু বন্ধ জুটমিল খোলার কোনও উদ্যোগ নিচ্ছে না।

আরও পড়ুন- কঠিন অসুখে রোগশয্যায় যুব তৃণমূল নেত্রী, পাশে দাঁড়ালেন অভিষেক