Monday, August 25, 2025

বিরোধীদের আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ হয়েছে এগ্রি মার্কেট রিফর্ম ও কনট্র্যাক্ট ফার্মিং সংক্রান্ত দুটি বিল। এছাড়া আগামী মঙ্গলবার লোকসভায় পেশ হতে চলেছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল। তিনটি বিলেই কৃষকদের স্বার্থ অগ্রাধিকার পেয়েছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও রাজনৈতিক সংঘাত কমছে না। যদিও কৃষক সংগঠনগুলির মধ্যেই বিল নিয়ে মতভেদ আছে বলে খবর। এই পরিস্থিতিতে কৃষি বিল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

কৃষিমন্ত্রী তোমর বলেন, কৃষকদের ইচ্ছে করে ভুল বোঝানো হচ্ছে। বিলের ভাল দিকগুলি আড়াল করা হচ্ছে। কৃষকরা সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা বহাল থাকবে। এই নিয়ে আশঙ্কার কারণ নেই। সরকার কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষি পণ্য কিনবে। কৃষিমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাঁরা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন শুধু তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণও হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। তাতে ফলনও বেশি হবে। কৃষি বিল নিয়ে আপত্তি প্রসঙ্গে কৃষি মন্ত্রকের এক যুগ্ম সচিব বলেন, আসলে বিপদে পড়তে পারেন ফড়ে ও মহাজনরা। যারা সবসময় কৃষকদের লাভে ভাগ বসান। নতুন বিলে কৃষকদের স্বাধীনতা বাড়বে এই আশঙ্কা থেকে তাঁরাই কৃষকদের ক্ষেপাচ্ছেন। কারণ কৃষকরা সরাসরি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তাদের ভূমিকা আর থাকবে না। যদিও অনেক কৃষকই এখন ফড়েদের কাছ থেকে ধার নিয়ে চাষ করেন। তাই অনেকেই ফড়েদের চাপে তাঁদের কথামত প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছেন। তবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল পাশ করানোর ব্যাপারে অনড়।

আরও পড়ুন- সামান্য মাসোহারা বন্ধ, সময় থমকেছে চন্দননগরের ক্লক টাওয়ারে

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version