Monday, August 25, 2025

কৃষি বিল নিয়ে সমানে বিরোধীদের তোপের মুখে কেন্দ্রীয় সরকার। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে বিহারে একটি সেতুর উদ্বোধনে গিয়েও তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বাদল অধিবেশনেই পাশ হয়েছে কৃষি বিল। সেটিকে স্বাগত জানিয়ে বিরোধীদলগুলি বিশেষ করে কংগ্রেসকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কৃষকদের প্রতি দরদ দেখিয়ে পরোক্ষভাবে কৃষকদের উন্নয়নে বাধা দিচ্ছে সেই রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল।

তিনি বলেন, এই বিল পাশ হওয়ার ফলে কৃষকেরা প্রকৃত অর্থে স্বনির্ভর হয়ে উঠবেন। পাশাপাশি, কৃষকদের এমএসপি ও সরকারের ক্ষতিপূরণের প্রক্রিয়া চলতে থাকবে। কৃষকদের কাছে এই কৃষি বিল পাশ এক ঐতিহাসিক ঘটনা ডলে মত মোদির। এই কৃষি বিলে মধ্যস্বত্ত্বভোগী থেকে কৃষকদের মুক্তি দেবে।

এই বিল নিয়ে লাগাতার কেন্দ্রকে আক্রমণ করেছে কংগ্রেস। তাদের অভিযোগ, কৃষকদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। তার উত্তরে প্রধানমন্ত্রী এদিন বলেন, যারা দীর্ঘদিন কেন্দ্রে ক্ষমতায় ছিল, দেশ শাসন করেছে, তারা কৃষকদের উন্নয়নের জন্য কোন কাজই করেনি। এখন যখন তাদের সরকার কৃষকদের উন্নয়নের বিল পাস করছে, তখন ‘অনেকেই চেষ্টা করছেন কৃষকদের মনে সংশয়ের সৃষ্টি করতে। এই বিল কৃষকদের আগামী দিনে আত্মনির্ভর করে তুলবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-২০০০ টাকার নোট ছাপায় সায় ছিল না মোদির! ফাঁস প্রাক্তন আমলার

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version