এক্তিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন রাজ্যপাল, তোপ সৌগত, শোভনদেবের

রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলা কার্যত অভ্যাসে পরিনত হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের৷

আপাতত সর্বশেষ অভিযোগ এনেছেন মহালয়া তথা বিশ্বকর্মা পুজোর দিন৷ এক টুইটে তিনি বলেছেন,
“যা কিছুই ঘটুক না কেন, আমি পশ্চিমবঙ্গের সেবায় নিয়োজিত৷ মহালয়া এবং বিশ্বকর্মা পুজোয় আমার সংকল্প, পুলিশকে অবশ্যই ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের ভিত্তি।
বাংলায় সুষ্ঠ ও অবাধ নির্বাচনে অনুঘটক হওয়া আমার সাংবিধানিক কর্তব্য।”

রাজ্যপাল বোঝাতে চেয়েছেন, এ রাজ্যের মানুষ অবাধ ও নিরপেক্ষ ভোট দেখতে চান। অবাধে ভোট হতে না পারা গণতন্ত্রেরই লজ্জা।রাজ্যের নির্বাচন নিয়ে
রাজ্যপালের এই মন্তব্যের কড়া জবার দিয়েছে তৃণমূল৷

তৃণমূল সাংসদ ও মুখপাত্র সৌগত রায় রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, “রাজ্যপাল সরাসরি বিজেপির হয়ে কথা বলছেন৷ দেশে নির্বাচন কমিশন আছে, আছে কেন্দ্রীয় পুলিশ বাহিনী। কোনওটাই রাজ্য সরকারের এক্তিয়ারে নয়৷

দেশজুড়ে ভোটের আয়োজন করে তারাই। রাজ্যপাল রাজভবনে বসে কখনই ভোট করানোর কথা বলতে পারেন না৷ এই ক্ষমতা রাজ্যপালের নেই।” সৌগতবাবুর স্পষ্ট কথা, “রাজ্যপাল নিজের চেয়ারকেই অসম্মান করছেন৷ তিনি নিরপেক্ষ থাকতে পারছেন না৷ বিজেপির সুরে কথা বলেই চলেছেন৷”

 

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও রাজ্যপালের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “রাজ্যপাল নির্বাচন নিয়ে কেন কথা বলছেন? এসব তাঁর এক্তিয়ারের বাইরে৷ কেন বলছেন বুঝতে পারছি না। এ ধরনের কথা বলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন৷ নির্বাচন কমিশনকে ছোট করে রাজ্যপাল হিরো হতে চাইছেন”৷

আরও পড়ুন- শেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার

Previous articleশেষ দেখে ছাড়বেন, ঊর্মিলাকে হুঁশিয়ারি কঙ্গনার
Next articleস্কুলের পাঠ্যবই ও কয়েনে ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দেখাচ্ছে নেপাল!