Tuesday, August 26, 2025

মুখ্যমন্ত্রী সম্পর্কে বিকৃত ও অপমানজনক মন্তব্য! বাবুলকে আইনি নোটিশ অভিষেকের

Date:

বিকৃত ও অপমানজনক মন্তব্য করার জন্য এবার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালেন তৃণমূল যুবসভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আইনি নোটিশে অভিষেক দাবি করেছেন, টুইটে তাঁর বিরুদ্ধে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাবুল সুপ্রিয়কে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বাবুলের সেই বিতর্কিত টুইট প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য, মহালয়ার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর “অমানবিক” এবং অক্লান্ত পরিশ্রমে বাংলার নিজস্ব মস্তিষ্কপ্রসূত কর্মকাণ্ডে রাজ্যের উন্নয়নে গতি এসেছে। আর সেই বক্তব্যকে বিকৃত করার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আইনি নোটিশে বলা হয়েছে, বাবুলের ওই বক্তব্য সর্বৈব মিথ্যে ও অভিষেকের নামে তা চালিয়ে দেওয়া হয়েছে। এতে অভিষেকের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান করা হয়েছে। নোটিশে দাবি করা হয়েছে, “অমানবিক মুখ্যমন্ত্রী” কথাটা বলেননি অভিষেক। তা অভিষেকের মুখে বসিয়ে দেওয়া হয়েছে।

ঠিক কী টুইট ছিল বাবুলের? অভিষেকের ওই বক্তব্যের একটি অংশ টুইট করে বিজেপি সাংসদ লেখেন, “মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গিয়েছে-“অমানবিক” মুখ্যমন্ত্রী। আমি একটুকুও আশ্চর্য হইনি যে এটা পোস্ট করা ভিডিওতে রয়ে গিয়েছে। কারণ, যাঁরা এটা শ্যুট করেছে তারাও ”অমানবিক মুখ্যমন্ত্রী” দিদির অমানবিক তৃণমূলী দুষ্কর্মে এতটাই লিপ্ত যে ভুল করে ”বেরিয়ে” যাওয়া এই সত্যটা ওরা ধরতেই পারেনি।

আরও পড়ুন-“আগে উনি পদত্যাগ করুন!” জঙ্গি ইস্যুতে রাজ্যপালকে পাল্টা ববির

Related articles

অমানবিক রেল পুলিশ! স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরছেন স্বামী

রেল পুলিশের (Rail Police) চরম অমানবিকতা। সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। এই  মৃত্যুই...

মায়ের তৈরি খাবার খেয়েই চরম সিদ্ধান্ত ফেসবুকে জনপ্রিয় চতুর্থ শ্রেণির ছাত্রের

রান্নাঘরে ঝুলন্ত কুলতলির চতুর্থ শ্রেণির পল্লব নস্করের (Pallav Naskar) নিথর দেহ উদ্ধার! হতবাক পরিবার-পড়শিরা। কেন এমন চরম সিদ্ধান্ত?...

সিবিআই-এর Gallery Show নয়, খেজুরির জোড়ামৃত্যুতে CID তদন্তের নির্দেশ আদালতের, গঠন হবে SIT

খেজুরির দুই বিজেপি কর্মী সুজিত দাস ও সুধীর পাইকের রহস্যমৃত্যুতে রাজ্যের তদন্তকারী সংস্থাতেই আস্থা রাখল কলকাতা হাই কোর্ট...

জনপ্রিয় ওটিটিতেই আসছে ধূমকেতু: বলে ফেললেন প্রযোজক মহেন্দ্র

হৈ হৈ করে হলে গিয়ে ধূমকেতু যারা দেখে ফেলেছেন তাঁরা অনেকেই চাইছেন ফের দেশুর ঝলক দর্শনের। তাঁদের জন্য...
Exit mobile version