Thursday, November 6, 2025

“আগে উনি পদত্যাগ করুন!” জঙ্গি ইস্যুতে রাজ্যপালকে পাল্টা ববির

Date:

মুর্শিদাবাদে ৬ আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA. যা নিয়ে উত্তাল রাজ্য। সরগরম রাজ্য রাজনীতি। বিজেপি-সহ বিরোধীরা রাজ্যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির জন্য সারাসরি সরকারকে বিদ্ধ করেছে। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
অন্যদিকে, তারই পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

জঙ্গি ইস্যুতে রাজ্যের সমালোচনা করায় এদিন ফিরহাদ হাকিম বিজেপি ও রাজ্যের রাজ্যপালকে একহাত নেন। “দীলিপবাবুর কথা অনুযায়ী যদি এরাজ্যে সন্ত্রাসের আঁতুড়ঘর হয় তাহলে উত্তর প্রদেশ কী? সেখানে একসঙ্গে কয়েকজন পুলিশকেগুলি করে মারা হয়। এমনকী, দাগি ক্রিমিনালকে এনকাউন্টারে খুন করা হয়। তাহলে উত্তরপ্রদেশে কী চলছে ?” প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

সন্ত্রাস ইস্যুতে ফিরহাদ হাকিমের দাবি, সবার আগে যোগী আদিত্যনাথ পদত্যাগ করা উচিত। অন্যদিকে, রাজ্যপাল জাগদীপ ধনকড়কেও একহাত নিয়ে বলেন, রাজ্য যদি বোমা তৈরির আঁতুড়ঘরে পরিণত হয়, তাহলে রাজ্যের শান্তি বজায় রাখার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা কী? তিনি একজন সাংবিধানিক প্রধান। একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি বিশেষ একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। তাহলে সবার আগে তিনি অযোগ্য একটি রাজ্যের রাজ্যপাল হওয়ার। তাঁর উচিত সবার আগে পদত্যাগ করার।

পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের হাতে শক্তভাবে রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন। এ বাংলা একদম শান্তির বাংলা। কড়া হাতে সন্ত্রাস দমন হবে। এখানে সন্ত্রাসবাদীদের কোনও ঠাঁই দেওয়া হবে না বলেও উল্লেখ করেছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version