Thursday, August 21, 2025

দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

Date:

চলতি বছরের জুন-সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। কেন্দ্রের এই পরীক্ষাসূচি নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। দুর্গাপুজোর মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে।

২১ অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

স্পষ্টতই, কেন্দ্রের এই অবিবেচকের মতো আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলার উৎসবের মধ্যে কেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্র? সেই প্রশ্ন উঠছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদিকে অভিষেক লেখেন, ” বাঙালির ঐতিহ্য এবং বাংলার পড়ুয়াদের প্রতি আপনার অসম্মান সামনে এসেছে। দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী সপ্তমীতে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাস্যকর।”

আরও পড়ুন-মুর্শিদাবাদে আল-কায়দা! উদ্বিগ্ন অধীর

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version