Thursday, November 13, 2025

দুর্গাপুজোর মধ্যে ইউজিসি-নেট, কেন্দ্রের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছাত্র সমাজ

Date:

চলতি বছরের জুন-সেপ্টেম্বর সেশনের ইউজিসি-নেট পরীক্ষার সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দফায় দফায় এই পরীক্ষা হবে। কেন্দ্রের এই পরীক্ষাসূচি নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা। দুর্গাপুজোর মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে।

২১ অক্টোবর দুর্গাপুজোর পঞ্চমীতে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। প্রথম দফায় সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হবে এডুকেশন এবং দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে ভূগোল পরীক্ষা। ২২ অক্টোবর দুর্গাপুজার ষষ্ঠী। ওই দিন দু’দফায় পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সকাল ন’টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মালায়ালাম, উর্দু, পাঞ্জাবি, রাশিয়ান, তেলেগু, মারাঠি ভাষার পরীক্ষা। দুপুর ৩ টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাংলা, কাশ্মীরি এবং সোশ্যাল মেডিসিন এবং কমিউনিটি হেলথ পরীক্ষা। আবার ২৩ অক্টোবর সপ্তমীতে হিন্দির দুই বিভাগের পরীক্ষা আছে।

স্পষ্টতই, কেন্দ্রের এই অবিবেচকের মতো আচরণের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলার উৎসবের মধ্যে কেন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলো কেন্দ্র? সেই প্রশ্ন উঠছে। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে নরেন্দ্র মোদিকে অভিষেক লেখেন, ” বাঙালির ঐতিহ্য এবং বাংলার পড়ুয়াদের প্রতি আপনার অসম্মান সামনে এসেছে। দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী সপ্তমীতে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হাস্যকর।”

আরও পড়ুন-মুর্শিদাবাদে আল-কায়দা! উদ্বিগ্ন অধীর

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version