Thursday, August 21, 2025

করোনার প্রকোপ খুব একটা কমেনি। কিন্তু নিউ নর্মালে কাজে ফিরতে হচ্ছে। এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা সেটা জানতে চাইছেন অনেকেই। কোভিডের অ্যান্টিবডি টেস্টের খরচ অন্যান্য জায়গায় বারোশো টাকা থেকে শুরু। এই কারণে ইচ্ছে থাকলেও অনেকের উপায় হয় না। সে কথা মাথায় রেখেই সুলভে- মাত্র ৫০০ টাকায় অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল মানিকতলার জে এন রায় হাসপাতাল।
প্রতিষ্ঠিত ল্যাবরেটরির মাধ্যমে রবিবার সকাল ১০ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাসপাতাল চত্বরে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সমাজসেবী তথা তৃণমূল নেতা সজল ঘোষ জানান, অ্যান্টিবডি পরীক্ষার ফলে জানা যাবে কত জনের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গিয়েছে। বোঝা যাবে কত দ্রুত নিয়ন্ত্রণে আসবে সংক্রমণ।
একইসঙ্গে তিনি বলেন, যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে, তাঁদের যেমন করোনা সংক্রমণের সম্ভাবনা থাকছে না। একই সঙ্গে তাঁরা প্লাজমা দান করতে পারবেন। কোভিডের চিকিৎসায় প্লাজমার ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেক চিকিৎসক। সেক্ষেত্রে তাঁদের প্লাজমায় হয়তো উপকৃত হবেন করোনা আক্রান্ত রোগী।
বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজে হাত বাড়িয়ে দিয়েছে জে এন রায় হাসপাতাল। এবারও তার ব্যতিক্রম হল না। সবার জন্য সুলভে অ্যান্টিবডি টেস্টের ব্যবস্থা করল তারা।

আরও পড়ুন-দেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা

Related articles

এক মলাটে কলকাতার দুর্গোৎসবের চার শতকের ইতিহাস

বাংলায় দুর্গাপুজোর সূচনা ১৬০৬ সালে রাজা কংস নারায়ণের হাত ধরে। পরে ১৮৩২ সালে কাশিমবাজারের রাজা হরিনাথ কলকাতায় সর্বজনীন...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...
Exit mobile version