Sunday, November 16, 2025

পুরোহিতদের ভাতা ঘোষণার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পীরজাদা ত্বহা সিদ্দিকি

Date:

এ রাজ্যে যাঁরা গরিব পুরোহিত, দরিদ্র সনাতনী ব্রাহ্মণ, হয়তো সারা বছর খুব বেশি পুজো পান না, আর্থিক সমস্যায় রয়েছেন, তাঁদের কথা মাথায় রেখে পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ৮ হাজার পুরোহিতের যে তালিকা রাজ্য সরকার পেয়েছে, তাঁদের মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, যাঁদের বাড়ি নেই তাঁদের বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে বিজেপি-সহ বিরোধীরা সমালোচনার ঝড় তুললেও তাঁকে দু’হাত ভোরে আশীর্বাদ করেছেন সনাতন ব্রাহ্মণ সমাজ। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীর এমন মানবিক সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এর আগে বাংলায় ক্ষমতায় আসার পরপরই ইমাম-মোয়াজ্জেমদের জন্য ভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চালু হতে চলেছে পুরোহিত ভাতা। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে প্রশংসা করে ত্বহা সিদ্দিকি বলেন, “ইমাম-মোয়াজ্জেমদের ভাতা চালু করার পর পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার ফুরফুরা শরিফে এসেছিলেন। সে সময় আমি কয়েকজন পুরোহিতকেও আমন্ত্রণ করেছিলাম। তাঁরাও এখানে এসেছিলেন। তাঁদের সামনেই আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, মুসলমানদের যেমন ওয়াকফ বোর্ড থেকে ভাতা দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে হিন্দুভাইদের দেবত্ব সম্পত্তি থেকে যেন ভাতা চালু করা হয়। তখন আমার পাশে থাকা পুরোহিতরাও মুখ্যমন্ত্রীকে একই অনুরোধ করেন। এবং সকলের অনুরোধ রেখে মুখ্যমন্ত্রী আজ পুরোহিতের ভাতা চালু করেছেন। এমন সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। একদিকে মুখ্যমন্ত্রীর যেমন অসহায় পুরোহিতদের জন্য ভাতা ঘোষণা করেছেন, অন্যদিকে আবার যাঁদের বাড়িঘর নেই, তাঁদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা মুখ্যমন্ত্রীর খুব সুন্দর একটা ঘোষণা।”

এরপর মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে যারা সমালোচনা করছেন তাঁদের উদ্দেশ্য পীরজাদা ত্বহা সিদ্দিকি প্রশ্ন তুলে বলেন, “ওয়াকফ বোর্ড থেকে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণার পর অনেকেই সমালোচনা করেছিলেন। পুরোহিতদের ভাতা ঘোষণায় কি আমরা সমালোচনা করতে পারি? না আমরা সমালোচনা করবো না। কারণ, এটা একটা ভাল ও মহান উদ্যোগ।”

প্রসঙ্গত, পুজোর আগে থেকেই যাতে এই পুরোহিত ভাতা শুরু করা যেতে পারে, তা রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে দেখে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া সনাতন ধর্মের অনেকেই অনুরোধ করেছেন, তাঁদের জন্য তীর্থস্থান গড়ে দেওয়ার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তীর্থস্থানের জন্য কোলাঘাটে জমি চিহ্নিত করার কাজ চলছে।

আরও পড়ুন-দেখুন! নিজের আর স্ত্রীর কবর নিজেই কেটে রেখেছেন পীরজাদা

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version