Thursday, August 28, 2025

কোভিড মহামারির পরিস্থিতিতে দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে শনিবার রাজ্যসভায় পাশ হল নতুন বিল। কোভিড চিকিৎসায় যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অক্লান্ত পরিশ্রম করে সামাজিক দায়িত্ব পালন করছেন তাঁদের উপর হামলা হলে এবার থেকে হামলাকারীকে ৫ বছর জেলের সাজা ভোগ করতে হবে। দেশের বিভিন্ন জায়গায় এধরনের হামলার ঘটনা ঘটতে থাকায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।

এদিন রাজ্যসভায় মহামারি রোগ (সংশোধনী) বিল ২০২০ পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। এই আইন অনুযায়ী, মহামারির সময়ে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কাজ করছেন তাঁদের ওপরে হামলা হলে কমপক্ষে তিন মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পাশাপাশি পঞ্চাশ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। ২২ এপ্রিল জারি হওয়া সরকারি অর্ডিন্যান্সকে সংশোধন করে নতুন আইন বলবৎ করতেই এই বিলটি এদিন পাশ হয়েছে। এই বিলে বলা হয়েছে, মহামারির সময়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কোনও কর্মীর উপর কোনও রকম হেনস্থা বা আক্রমণের ঘটনা ঘটলে কড়া আইন প্রয়োগ করা হবে। এর আওতায় থাকবেন চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, কমিউনিটি হেলথ ওয়ার্কার ইত্যাদি। এছাড়া কোনও ক্লিনিক, কোয়ারেন্টাইন সেন্টার, আইসোলেশন সেন্টার, মোবাইল মেডিক্যাল ইউনিট সহ নানা ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীরাও এই আইনের আওতায় থাকবেন।

আরও পড়ুন-চিনের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক-সহ ৩ জন

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version