Monday, November 3, 2025

ব্যাংককে সংসদে চলছিল বাজেট অধিবেশন। নীরস কথোপকথন ভালো না লাগায় সংসদ কক্ষেই পর্ণফ্লিম খুলে বসেছিলেন সাংসদ রণথেপ অনুওয়াত। আর তারপর যেটা হওয়ার সেটাই হল।

সংসদে লাগানো ক্যামেরার পাশাপাশি সেই দৃশ্য লেন্সবন্দি হল উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায়। তারপরই পর্ণ দেখতে মগ্ন সাংসদ হলেন ভাইরাল। চলে এলেন খবরের শিরোণামে। থাইল্যান্ড পার্লামেন্টের এ হেন ঘটনায় সরকার অস্বস্তিতে পড়লেও, সাংসদের কোনও হেলদোল নেই। বরং হাস্যকর সমস্ত অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন চনবুড়ি প্রদেশের পালং প্রচারথ পার্টির সাংসদ।

আরও পড়ুন : মে থেকে অগাস্টে চাকরি হারিয়েছেন ৫৯ লক্ষ হোয়াইট কলার, বলছে সমীক্ষা

ধরা পড়ে বিশেষ লজ্জিত নন রণথেপ। উলটে তিনি বলেছেন, পর্ণ নয়। এক মহিলাকে সাহায্যের জন্যই ভিডিওটি মন দিয়ে দেখছিলেন। এক মহিলা তাকে ওই ভিডিও পাঠিয়ে বলেছিলেন যে তিনি বিপদে পড়েছেন। তিনি ওইগুলো দেখে বোঝার চেষ্টা করছিলেন মহিলা কোথায় রয়েছেন। বিপদ কতটা গুরুতর। এ বিষয়ে কোনও ক্লু পাওয়া যায় কি না! সাংসদের এই হাস্যকর দাবি মানতে চাননি সাংবাদিকরা।তাতে ড্যামেজ কন্ট্রোলে সাংসদের বক্তব্য, পরে তিনি বুঝেছিলেন মহিলা টাকা চাইছেন।তাই তিনি ভিডিও বন্ধ করে দেন।

আবার ধরা পড়ে সাংসদের এও বক্তব্য, ব্লু ফিল্ম দেখা না দেখা ব্যক্তিগত বিষয়।তবে রণথেপ যাই বলুন না কেন, সংসদ কক্ষের অধিবেশন চলাকালীন ওই দৃশ্য ক্যামেরা তে উঠে যাওয়া সেই ছবি এখন সংবাদ শিরোনামে চলে এসেছে। চিত্র সাংবাদিকরাও রণথেপের পর্ন ফিল্ম দেখার ছবি ক্যামেরাবন্দি করেছেন।
কয়েকটি ছবিতে দেখা গিয়েছে পর্ণ দেখার উত্তেজনায় সাংসদ মাস্ক খুলে ফেলেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে সরকার। সাংসদের কাছে ঘটনার কারণ জানতে চেয়েছেন স্পিকার। সেইসঙ্গে হাউস স্পিকার চুয়ান লিকপাই বলছেন,  “এটা ব্যক্তিগত ব্যাপার। তা ছাড়া অন্য কোনো সাংসদ পার্লামেন্টে কোনও অভিযোগ করেননি। ফলে ওই সাংসদের বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না”।

প্রসঙ্গত থাইল্যান্ডে সেক্সের বিষয়টা অনেকটাই খোলামেলা। সেখানে পর্ণফিল্মের রমরমা কারবার। সে দেশের আইনকানুনও এ সম্পর্কে অনেক শিথিল। তবে তাই বলে একজন জনপ্রতিনিধ বাজেট অধিবেশনে বসে পর্ণ দেখবেন তা মানতে পারছেন না অনেকেই।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version