Friday, August 22, 2025

বামেদের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা এবার তৃণমূলের “মমতার মমতা”! কোথায় জানেন?

Date:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে কাজ হারানো অসহায় মানুষের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বাম তথা সিপিএম শ্রমজীবী ক্যান্টিন খুলেছে। যার সূত্রপাত ঘটেছিল, যাদবপুরে সিপিএমের “রান্নাঘর”থেকে। পরে কলকাতা-সহ গোটা রাজ্যেই তা মডেল হয়ে যায়। যেখানে মাত্র আমিষ বা নিরামিষ ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে শ্রমজীবী ক্যান্টিন করে বামেরা দাবি করেছিল, সাধারণ শ্রমজীবী মানুষের পাশে একমাত্র তারাই রয়েছে।

এবার সিপিএমের ধাঁচেই সুলভে খাবার পরিবেশনের জন্য এগিয়ে এলো শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়ায় সস্তার কমিউনিটি কিচেন চালু করল তৃণমূল। যার পোশাকি নাম দেওয়া হয়েছে- “মমতার মমতা”। হাওড়া পুরসভার ৩ ও ৮ নম্বর ওয়ার্ডে চালু হল তৃণমূলের সস্তার ক্যান্টিন “মমতার মমতা”। তৃণমূলের দাবি, ১৫ ও ২০ টাকায় পাওয়া যাচ্ছে আমিষ থালি। আর নিরামিষ খেতে চাইলে পড়বে মাত্র ১০ টাকা।

তৃণমূলের এই ক্যান্টিনে ১০ টাকায় ডাল, ভাত ও সবজি পাওয়া যাবে। ১৫ টাকায় ডাল, ভাত, ভাজা, সবজি ও ডিম। ২০ টাকায় ডাল, ভাত, সবজি মাছ বা ডিম। সপ্তাহে ৩ দিন নিরামিষ ও চার দিন আমিষ পদ রাখা হয়েছে। এমনকী স্বাদবদলের জন্য রবিবার ২০ টাকায় দেওয়া হবে ভাত ও মুরগির মাংস। আপাতত প্রতিদিন রান্না হচ্ছে ২৫০ জনের।
তৃণমূল কংগ্রেস জানিয়েছে,খাবারের জন্য খরচ বেশি হলেও ঘাটতি পূরণের জন্য দলীয় কর্মীরা নিজেরাই খরচ বহন করছেন।

তৃণমূলের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বাপি মান্না বলেন, ”সালকিয়ায় বহু শ্রমিক শ্রেণির মানুষ রয়েছেন। যাঁরা দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন। এই সব অসহায় মানুষদের সাহায্য করতে কম মূল্যে খাবার পরিবেশন করা হবে।”

সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনের পাল্টা কি তৃণমূলের সুলভ কিচেন? মূল উদ্যোক্তা বাপি মান্না জানিয়েছেন, কাউকে কোনও অনুকরণ করে নয়। সালকিয়ায় ‘মমতার মমতা’ ক্যান্টিন দরিদ্র, অভুক্ত মানুষজনের পাশে দাঁড়াতেই এই ব্যবস্থা।

আরও পড়ুন : বাংলা-কেরল থেকে এনআইএ-এর জালে ৯ সন্দেহভাজন আল কায়দা জঙ্গি

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version