Monday, November 3, 2025

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত অর্জুন সিং

Date:

শেষরক্ষা হলো না৷

ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন ব্যারাকপুরের সাংসদ
অর্জুন সিং। কিছুদিন আগেই ওই ব্যাঙ্কের একাধিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে এই সাংসদের। বিজেপি সাংসদের উদ্বেগ বাড়িয়ে ১৩ কোটি টাকা ‘ভুয়ো’ অ্যাকাউন্টে ট্রান্সফার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে FIR করেছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
তাঁর বাড়িতেও একাধিকবার তল্লাশি হয়েছে। ওই একই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের এক আধিকারিক এবং ভাটপাড়া পুরসভার এক ঠিকাদারকে৷

এবার ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে সরিয়েই দেওয়া হলো অর্জুন সিং-কে। ব্যাঙ্কের চেয়ারম্যান পদের মোট ১২ ভোটের একটিও অর্জুন পাননি৷ ১২-০ ভোটে তিনি অপসারিত হলেন। এই ঘটনা তাঁর এবং বিজেপির কাছে অস্বস্তিকর বিষয় নিঃসন্দেহে৷

প্রসঙ্গত, বছর দুয়েক আগে ভাটপাড়া–নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় ২০ কোটি টাকা ঋণ অবৈধভাবে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেই দুর্নীতির তদন্তে উঠে আসে, ২০১৮ সালের অক্টোবরে দু’‌দফায় মোট ১৩ কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হয় ভাটপাড়া পুরসভার ঠিকাদার তথা ঋণগ্রহীতা অভিজিৎ চক্রবর্তীকে। অথচ সেই পুরো টাকাটাই চলে যায় অন্য অ্যাকাউন্টে। সেই ঘটনায় নাম জড়ায় ব্যাঙ্কের তৎকালীন CEO চন্দ্রনাথ ভট্টাচার্যের। এরপর চন্দ্রনাথ ভট্টাচার্য ও খড়দার বাসিন্দা অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ। এরপরই ওই মামলায় নাম ওঠে অর্জুন সিংয়ের। বারবারই সাংসদ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন৷ তাতে তাঁর অস্বস্তি এতটুকুও কাটেনি। এবার চেয়ারম্যান পদ থেকেও অপসারিত হলেন তিনি।

আরও পড়ুন- অনুরাগকে গ্রেফতারির আর্জি জানিয়ে মোদির দ্বারস্থ পায়েল, পাল্টা জবাব পরিচালকের

Related articles

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন: আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

আগামিকালের ঐতিহাসিক মিছিলে যোগ দিন- ডাক দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কালীঘাটে...

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...
Exit mobile version