Monday, August 25, 2025

অনুরাগকে গ্রেফতারির আর্জি জানিয়ে মোদির দ্বারস্থ পায়েল, পাল্টা জবাব পরিচালকের

Date:

কঙ্গনা-অনুরাগ বাক যুদ্ধের আবহেই পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী তথা মডেল পায়েল ঘোষের। টুইটারে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন পায়েল। পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি। জবাব দিয়েছেন পরিচালকও। পায়েলের একটি টুইটের বদলে চারটি টুইট করেছেন পরিচালক।

শনিবার সন্ধেয় পায়েল টুইটে লিখেছেন, অনুরাগ তাঁর সঙ্গে জবরদস্তি করেছেন। তবে ঠিক কী করেছেন অনুরাগ তা অবশ্য বলেননি পায়েল। ওই টুইটেই মোদির কাছে অনুরাগ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পায়েল লিখেছেন, “সৃজনশীলতার আড়ালে দানব লুকিয়ে রয়েছে। এই দেশের মানুষের সামনে সত্যিটা আসা উচিত।”

পায়েলের এই টুইটের পর জবাব দিয়েছেন অনুরাগ। শনিবার মধ্যরাতে একসঙ্গে চারটি টুইট করেছেন পরিচালক। তিনি লিখেছেন, আমায় চুপ করাতে গিয়ে অনেক সময় নিয়ে ফেললে। কিন্তু আমায় চুপ করানোর জন্য অনেক মিথ্যে কথা বলেছ। অন্য মহিলাদেরও টেনে এনেছে। একজন মহিলা হয়ে অন্য মহিলাদের মর্যাদা রাখা উচিত। এই সব অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও লিখেছেন, আমার উপর অভিযোগ আনতে গিয়ে আমার বাকি কলাকুশলী এবং বচ্চন পরিবারকে টেনে আনার চেষ্টা করলেও সফল হলে না। দুবার বিয়ে করা যদি অপরাধ হয় তাহলে অপরাধ মেনে নিচ্ছি। স্বীকার করছি আমি অনেক প্রেম করেছি।”

টুইটে পায়েলকে উদ্দেশ তিনি জানিয়েছেন, কোনওদিন কোনও মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেননি পরিচালক। কেউ করলে সেটা সহ্য করেননি। টুইটারে অনুরাগ লিখেছেন, “প্রেমিকা হোক বা স্ত্রী, অথবা অভিনেত্রী এবং যেসব মহিলাদের সঙ্গে টিমে কাজ করেছি তাঁদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি। কেউ করলে সেটা সহ্য করিনি। আপনার ভিডিওতেই দেখা যাচ্ছে কতটা সত্যি আর কতটা নয়। আপনার ইংরেজি টুইটের উত্তর হিন্দিতে দেওয়ার জন্য ক্ষমাপ্রার্থী।”

বিভিন্ন বিষয়ে নরেন্দ্র মোদি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ। সিএএ, ধারা ৩৭০, গণপিটুনি, নোটবন্দি প্রায় সব বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পরিচালক। এদিকে পায়েল মোদি ভক্ত বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াতদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। ইতিমধ্যেই অনুরাগকে গ্রেফতারের দাবি করেছেন কঙ্গনা রানাওয়াত।

আরও পড়ুন- অবসরের পর মিলবে ৩ লক্ষ টাকা, কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল সরকার

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version