Wednesday, November 12, 2025

অবসরের পর মিলবে ৩ লক্ষ টাকা, কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল সরকার

Date:

কয়েক হাজার কর্মীর চাকরি নিশ্চিত করল রাজ্য সরকার। ওই কর্মীরা প্রত্যেকেই দমকল দফতরে কর্মরত। যার ফলে এবার থেকে আর প্রতিবছর চুক্তি পুনর্নবীকরণের প্রয়োজন হবে না। চাকরি নিশ্চিত হওয়ায় কর্মীরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, অস্থায়ী কর্মীদের স্থায়ী করার ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। সেই ভাবনা থেকেই প্রাথমিকভাবে কাজ শুরু করল রাজ্য। দমকল বিভাগের অফিসে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভিডিও কনফারেন্সের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন ডিভিশনের আধিকারিকরা। এই বিষয়ে সুজিত বসু বলেন, কর্মীদের স্বার্থে পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এই তালিকায় আছে ৩ হাজার কর্মীরা নাম। সংশ্লিষ্ট কর্মীদের দৈনিক মজুরি বাড়ানো হয়েছে। এতদিন পর্যন্ত তাঁদের কোনও ছুটি ছিল না। এখন থেকে ১৪ দিন সিএল এবং ১০ দিন সিসিএল পাবেন তাঁরা। ৬০ বছর শেষে অবসরের সময় ৩ লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, শুধু চাকরি নিশ্চিত করা নয়, রাজ্যের বেকার যুবক যুবতী থেকে পুরোহিতদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগে পুরোহিতদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁদের একটা ঘর দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণার পরঈ শনিবার রাজ্য জুড়ে ‘ধন্যবাদ জ্ঞাপন’ কর্মসূচী পালন করেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। পাশাপাশি বেকার যুবক যুবতীদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে ব্যবসার জন্য দু লক্ষ টাকা পর্যন্ত সহজ কিস্তিতে ঋণ পাবেন।

আরও পড়ুন- রাজ্যসভাতেও পাশ কৃষি বিল, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন মোদি

Related articles

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...
Exit mobile version