Thursday, August 21, 2025

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল কৃষি বিল। রবিবার তুমুল হইহট্টগোল এবং কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলির প্রবল আপত্তি উড়িয়ে রাজ্যসভায় পাশ হয় ফার্মার্স ট্রেড অ্যান্ড কমার্স বিল ও ফার্মার্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন বিল। কৃষি বিল পাশ হওয়াকে কৃষকদের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেছেন, কৃষকদের অভিনন্দন। কৃষকদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। কৃষকরা উন্নত ও আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। তাঁদের স্বাধীনতা বাড়বে। কৃষি ক্ষেত্রে কৃষকদের স্বাধিকারই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, বিলের অপব্যাখ্যা করে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকরা ভবিষ্যতেও সরকারের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পাবেন। এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়া হবে বলে অসত্য প্রচার চলছে, যা ঠিক নয়। বিলে কোথাও এমএসপি তোলার কথা বলা হয়নি। কৃষকরা এখন সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা আগামীদিনেও বহাল থাকবে। সরকার তাঁদের কাছ থেকে সেই দামেই কৃষি পণ্য কিনবে। তা ছাড়া সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তারা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণ হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। ফলনও বেশি হবে। কেন্দ্রের বক্তব্য, এই বিল কৃষকের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই আনা হয়েছে। কৃষকরা নিজের এলাকার বাইরে অন্যত্র বা অন্য রাজ্যে তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন। কোনও বাধা থাকবে না। বর্তমানে চাল, গম সহ বেশ কিছু কৃষিপণ্য চাষিরা নোটিফায়েড এলাকার বাইরে বিক্রি করতে পারেন না। এখন থেকে কৃষকরা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে কৃষি পণ্য উৎপাদন করতে পারবেন। অর্থাৎ ফসল বিক্রির ক্ষেত্রে কৃষকদের স্বাধীনতা ও পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন- কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version