Sunday, November 9, 2025

কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

Date:

কৃষি বিল নিয়ে সরগরম পরিস্থিতি সংসদের ভিতরে এবং বাইরে। এই বিলের বিরোধিতা করে রবিবার সকাল থেকে রাস্তায় নামেন কৃষকরা। এদিন হরিয়ানার শীর্ষা রোডে পথ অবরোধ করেন কৃষকরা। ৯ নম্বর জাতীয় সড়ক সহ দিল্লি হরিয়ানার একাধিক রাস্তায় বিক্ষোভ দেখান কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ ১৭টি কৃষক সংগঠন এই বিক্ষোভে সামিল হয়েছে।

অন্যদিকে এদিন এই বিলের বিরোধিতা করে আন্দোলনে নামে যুব কংগ্রেস। দিল্লি, হরিয়ানায় বিক্ষোভ দেখায় তারা। হরিয়ানার অম্বলায় আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান ছোঁড়ে পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, নতুন কৃষি বিল কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিফলন। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চারুনি জানিয়েছেন, রাজ্যের প্রায় একশোটি জায়গায় এই বিলের বিরোধিতা করে পথে নেমেছেন কৃষকরা। তাঁর প্রশ্ন, গত বছর হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন, সরকার কি চায় আরও কৃষক আত্মহত্যা করুক?

রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এই বিলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন, কেন বিল পাশ নিয়ে এত তাড়াহুড়ো সরকারের? অকালি দলের নরেশ গুজরাল দাবি করেন, বিলগুলি সিলেক্ট কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক। কংগ্রেসের তরফেও এই কৃষকবিরোধী ও কর্পোরেটদের খুশি করার বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। বিতর্কের মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এদিন বিলের বিরোধিতা করে রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন। উত্তপ্ত পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য সভা মুলতবি রাখেন স্পিকার। পরে সভা শুরু হলে ধ্বনি ভোটে পাশ হয় দুটি বিল।

আরও পড়ুন- কালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version