কালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক

আনপ্রেসিডেন্টেড। বেনজির। বিরোধী বিক্ষোভে উত্তাল হলো রাজ্যসভা। আর সেই পর্ব যাতে দেশের মানুষ দেখতে না পান, তাই টিভি সম্প্রচার বন্ধ করা হলো রাজ্যসভার। সেই ‘কালা আইন’-এর বিরুদ্ধে উত্তাল রাজ্যসভার দৃশ্য ধরে রাখল তৃণমূল কংগ্রেস। তৃণমুল বলল, এটা আসলে গণতন্ত্রের কালো দিন৷ তানাশাহির সরকার দিল্লিতে। তার প্রমাণ দেখুক ভারতবাসী। যদিও বিজেপি সভাপতি জে পি নাড্ডা সমস্ত ঘটনার দায় বিরোধীদের ঘাড়ে চাপিয়ে তাদের গণতন্ত্র-বিরোধী আখ্যা দেন।

কৃষিবিলের বিরুদ্ধে উত্তাল রাজ্যসভার দৃশ্য নিজের ট্যুইটারে দিয়ে প্রথমেই তা সংবাদ মাধ্যমে ব্যবহার না করার আর্জি জানান ডেরেক। একই সঙ্গে তিনি বলেন, কেন একজন এই ভিডিওটি করে। কারণ, দেশের মানুষ দেখুক কৃষক-বিরোধী কৃষি বিলের বিরুদ্ধে সরকার ছাড়া সব দলের সাংসদরা। কতখানি ক্ষুব্ধ তাঁরা! ডেরেকের অভিযোগ, বলা হচ্ছে, আমি নাকি রুল বুক ছিঁড়েছি। একেবারে মিথ্যে কথা। সব ফুটেজ আমাদের আছে। যথা সময়ে আমরা দেখাব। এরপরই ডেরেকের অভিযোগ, তাঁরা বিলের উপর গোপন ভোটাভুটি দাবি করেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নেই জানার পরেই সরকার ধ্বনি ভোটে দুটি বিল পাশ করিয়ে নেয়। এটা গণতন্ত্রের কালো দিন, লজ্জার দিন। সংসদীয় গণতন্ত্রের কালো দিন। আরও ঘটনা প্রকাশ্যে আনার হুমকি দিয়েছেন ডেরেক।