Thursday, November 13, 2025

রাজ্যসভাতেও পাশ কৃষি বিল, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন মোদি

Date:

Share post:

লোকসভার পর এবার রাজ্যসভাতেও পাশ হয়ে গেল কৃষি বিল। রবিবার তুমুল হইহট্টগোল এবং কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলির প্রবল আপত্তি উড়িয়ে রাজ্যসভায় পাশ হয় ফার্মার্স ট্রেড অ্যান্ড কমার্স বিল ও ফার্মার্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন বিল। কৃষি বিল পাশ হওয়াকে কৃষকদের স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে বলেছেন, কৃষকদের অভিনন্দন। কৃষকদের জন্য আজ এক ঐতিহাসিক দিন। কৃষকরা উন্নত ও আধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন। তাঁদের স্বাধীনতা বাড়বে। কৃষি ক্ষেত্রে কৃষকদের স্বাধিকারই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, বিলের অপব্যাখ্যা করে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। কৃষকরা ভবিষ্যতেও সরকারের থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সুবিধা পাবেন। এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস তুলে দেওয়া হবে বলে অসত্য প্রচার চলছে, যা ঠিক নয়। বিলে কোথাও এমএসপি তোলার কথা বলা হয়নি। কৃষকরা এখন সরকার থেকে যে ন্যূনতম সহায়ক মূল্য পান তা আগামীদিনেও বহাল থাকবে। সরকার তাঁদের কাছ থেকে সেই দামেই কৃষি পণ্য কিনবে। তা ছাড়া সরকারের মূল লক্ষ্য হল, কৃষকরা যাতে কৃষি পণ্যের আরও ভাল দাম পান। বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করলে তারা কৃষি পণ্যের বেশি মূল্য পাবেন তাই নয়, কৃষি ক্ষেত্রের আধুনিকীকরণ হবে। উন্নত মানের বীজ ও সার পাবেন তাঁরা। ফলনও বেশি হবে। কেন্দ্রের বক্তব্য, এই বিল কৃষকের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই আনা হয়েছে। কৃষকরা নিজের এলাকার বাইরে অন্যত্র বা অন্য রাজ্যে তাঁদের উৎপাদিত পণ্য বিপণনের সুযোগ পাবেন। কোনও বাধা থাকবে না। বর্তমানে চাল, গম সহ বেশ কিছু কৃষিপণ্য চাষিরা নোটিফায়েড এলাকার বাইরে বিক্রি করতে পারেন না। এখন থেকে কৃষকরা বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে কৃষি পণ্য উৎপাদন করতে পারবেন। অর্থাৎ ফসল বিক্রির ক্ষেত্রে কৃষকদের স্বাধীনতা ও পছন্দকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন- কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...