Wednesday, November 12, 2025

কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

Date:

কৃষি বিল নিয়ে সরগরম পরিস্থিতি সংসদের ভিতরে এবং বাইরে। এই বিলের বিরোধিতা করে রবিবার সকাল থেকে রাস্তায় নামেন কৃষকরা। এদিন হরিয়ানার শীর্ষা রোডে পথ অবরোধ করেন কৃষকরা। ৯ নম্বর জাতীয় সড়ক সহ দিল্লি হরিয়ানার একাধিক রাস্তায় বিক্ষোভ দেখান কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ ১৭টি কৃষক সংগঠন এই বিক্ষোভে সামিল হয়েছে।

অন্যদিকে এদিন এই বিলের বিরোধিতা করে আন্দোলনে নামে যুব কংগ্রেস। দিল্লি, হরিয়ানায় বিক্ষোভ দেখায় তারা। হরিয়ানার অম্বলায় আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান ছোঁড়ে পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, নতুন কৃষি বিল কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিফলন। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চারুনি জানিয়েছেন, রাজ্যের প্রায় একশোটি জায়গায় এই বিলের বিরোধিতা করে পথে নেমেছেন কৃষকরা। তাঁর প্রশ্ন, গত বছর হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন, সরকার কি চায় আরও কৃষক আত্মহত্যা করুক?

রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এই বিলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন, কেন বিল পাশ নিয়ে এত তাড়াহুড়ো সরকারের? অকালি দলের নরেশ গুজরাল দাবি করেন, বিলগুলি সিলেক্ট কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক। কংগ্রেসের তরফেও এই কৃষকবিরোধী ও কর্পোরেটদের খুশি করার বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। বিতর্কের মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এদিন বিলের বিরোধিতা করে রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন। উত্তপ্ত পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য সভা মুলতবি রাখেন স্পিকার। পরে সভা শুরু হলে ধ্বনি ভোটে পাশ হয় দুটি বিল।

আরও পড়ুন- কালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version