Saturday, August 23, 2025

সিদ্ধান্ত বদল NIA গোয়েন্দাদের, এখনই দিল্লি নয়, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব

Date:

মুর্শিদাবাদের ডোমকল ও জলঙ্গি থেকে ধৃত ৬ আল-কায়দা জঙ্গির রাতভর জেরা করেছেন NIA গোয়েন্দারা। আজও কলকাতায় দফায় দফায় জেরা চলবে বলে জানা যাচ্ছে। এটাকে NIA গোয়েন্দাদের সিদ্ধান্ত বদলই বলা চলে। কারণ, আজ রবিবার সকালেই ট্রানজিট রিমান্ডে ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে নিয়ে যাওয়ার কথা থাকলেও এখনই রাজধানী উড়ে যাচ্ছে না নিয়ে. বরং, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব।

গতকাল, বিধাননগর দক্ষিণ থানায় রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত জেরা চলে। আজও সারাদিন কলকাতাতেই জেরা চলবে বলে জানা গিয়েছে। কখনও একক ভাবে আবার কখনও রোটেশন মুখোমুখি বসিয়ে জঙ্গিদের জেরা চলছে। প্রত্যেকের বয়ান রেকর্ড করে তা মিলিয়ে দেখছেন NIA গোয়েন্দারা। কারও মধ্যে কোনও অসঙ্গতি পেলে, ফের শুরু হচ্ছে জিজ্ঞাসাবাদ। গোয়েন্দারা যত তাড়াতাড়ি সম্ভব শিকড়ে পৌঁছতে চাইছেন। জেরায় ইতিমধ্যেই বেশকিছু চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে উঠে এসেছে।

তাই শুধুমাত্র এই ৬ জঙ্গিকে জিজ্ঞাসাবাদ নয়, কেরলের এরনাকুলাম থেকে গ্রেফতার হওয়া মুর্শিদাবাদবাসী তিন জঙ্গিকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। কারণ, গোয়েন্দাদের অনুমান, ওই তিনজনেই মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত। একাধিক জায়গায় লিংক পাওয়া যাচ্ছে তাদের। সেই কারণেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

যদিও এই মুহূর্তে না হলেও খুব দ্রুত কলকাতা থেকে ধৃত ৬ জঙ্গিকে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। এছাড়া গতকাল রাতে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং বেঙ্গল STF জিজ্ঞাসাবাদ করেছে অভিযুক্তদের। উপস্থিত ছিলেন NIA আধিকারিকরাও।

ব্যাংকশাল কোর্টের নির্দেশ অনুসারে ২৮ সেপ্টেম্বর ফের আদালতে পেশ করতে হবে ৬ আল-কায়দা জঙ্গিকে। দিতে হবে এই ক’দিনের তদন্তের বিস্তারিত রিপোর্টও। তার আগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ধৃতদের তোলা হবে।

আরও পড়ুন- দিঘা মোহনায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ২০ লক্ষ টাকার ইলিশ পুড়ে ছাই

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version