সম্প্রীতির খুঁটিপুজো আর রক্তদানে নজির যোগীপাড়ায়

সম্প্রীতির খুঁটিপুজো। সঙ্গে রক্তদান। নজির গড়ল যোগীপাড়া পূজা কল্যাণ সমিতি। রবিবার দুর্গাপুজোর আবাহনে বসল খুঁটি। পুজোঅর্চনা হল। একদিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর অন্যদিকে রক্তদান। সঙ্গে স্বাস্থ্যপরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কামাল হোসেন, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, ভাস্কর চৌধুরী, জয় মুখোপাধ্যায়, গোপাল হালদার, সুনীত ভট্টাচার্য, মৃত্যুঞ্জয় পাল প্রমুখ। পরে আসেন মন্ত্রী সাধন পাণ্ডে। বক্তারা স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সমাজে সম্প্রীতি রক্ষায় জোর দেন। কামাল হোসেন, কুণাল ঘোষ, সুনীতরা যখন খুঁটিটি প্রতিষ্ঠা করছেন, তখন ফুটে উঠেছে প্রকৃত উৎসবের ছবি।

আরও পড়ুন- সিদ্ধান্ত বদল NIA গোয়েন্দাদের, এখনই দিল্লি নয়, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব

Previous articleসিদ্ধান্ত বদল NIA গোয়েন্দাদের, এখনই দিল্লি নয়, কলকাতাতেই চলবে ৬ জঙ্গির জেরাপর্ব
Next articleসবংয়ে বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর